Budget Smartphone: ১০,০০০এর কম দামে ঝড় তুলছে ঝা চকচকে স্মার্টফোন! Samsung থেকে Realme, কেনার আগে দেখে নিন তালিকা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Budget Smartphones: আপনার বাজেট যদি হয় ১০ হাজার টাকা, তবে তারই মধ্যে পেয়ে যেতে পারেন একটি ঝাঁ-চকচকে স্মার্টফোন।
advertisement
1/11

নিউ ইয়ার ইভে ফোন কিনতে চান নতুন? নাকি বড়দিনের উপহার হিসেবে প্রিয়জনকে ফোন কিনে দিতে চান এই ক্রিসমাসে? এরকম কিছু পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনটি আপনারই জন্যে। আপনি যদি বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তবে জানিয়ে রাখা যাক আপনার বাজেট যদি হয় ১০ হাজার টাকা, তবে তারই মধ্যে পেয়ে যেতে পারেন একটি ঝাঁ-চকচকে স্মার্টফোন।
advertisement
2/11
নিজের পকেটের সঙ্গে মানানসই নতুন স্মার্টফোন কিনতে চাইলে আপনাকে নজরে রাখতে হবে যেই কোম্পানিগুলির ফোনের দিকে সেগুলি হল, রিয়েলমি, মাইক্রোম্যাক্স, মোটরোলার মতো নামিদামি ব্র্যান্ড। পাশাপাশি জিওফোন নেক্সটের নামও এই তালিকায় যুক্ত করা যেতে পারে। এবার একনজরে দেখে নিন চারটি সেরা স্মার্টফোন, যা আপনি পেয়ে যাবেন ১০ হাজার টাকার মধ্যেই। এইসব বাজেট ফোন আপনার পকেটে থাকলে হলফ করে বলা যাবে যে ক্রেতা লাভবান হয়েছেন।
advertisement
3/11
রিয়েলমি নারজো ৩০এ- দাম শুরু হচ্ছে ৮৯৯৯ টাকা থেকে।রিয়েলমির এই স্মার্টফোন এখন বেশ বাজার কাঁপাচ্ছে। রিয়েলমি নারজো ৩০এ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। ভারতে ১০ হাজার টাকার কমে যে সমস্ত স্মার্টফোন এখন বিক্রি হচ্ছে, তার মধ্যে রিয়েলমি সংস্থার এই ফোন অন্যতম।
advertisement
4/11
জেনে নিন কী কী বিশেষত্ব এই ফোনের : এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, MediaTek Helio G৮৫ প্রসেসর, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ১৩ মেগাপিক্সেলের রেয়ার মেন ক্যামেরা সেনসর, ৬০০০mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে আরও কিছু আকর্ষণীয় গুণ।
advertisement
5/11
মোটোরোলা মোটো ই৭ প্লাস- মোটোরোলার স্মার্টফোন মোটো ই৭ প্লাসের দামও ১০ হাজার টাকার মধ্যেই। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৯৯৯ টাকা থেকে।
advertisement
6/11
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে, Qualcomm Snapdragon ৪৬০ প্রসেসর, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সিস্টেম এবং ৫০০০mAh ব্যাটারি। এছাড়াও আরও অনেক উন্নত ও আধুনিক ফিচার রয়েছে মোটো ই৭ প্লাস ফোনে।
advertisement
7/11
স্যামসাং গ্যালাক্সি F02S : মূল্য - ৯,৪৯৯ টাকা Samsung Galaxy F02s-এ রয়েছে একটি ৬.৫ HD + Infinity-V ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। Qualcomm Snapdragon ৪৫০ চিপসেট ফোনটিতে রয়েছে। ফোনটি ৩ জিবি RAM + 32 GB স্টোরেজ এবং 4 GB RAM সহ ৬৪ GB অভ্যন্তরীণ স্টোরেজ উপলব্ধ। পাওয়ারের জন্য, Samsung Galaxy F02s-এর একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 15W চার্জিং ক্ষমতা সম্পন্ন হয়।
advertisement
8/11
রিয়েলমি সি২৫- ভারতে আরও একটি স্মার্টফোন রয়েছে ১০ হাজার টাকার মধ্যে। রিয়েলমি সংস্থার এই ফোনের নাম রিয়েলমি সি২৫। এই ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৯৯৯৯ টাকা থেকে।
advertisement
9/11
এই স্মার্টফোনেও রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে। এছাড়াও রিয়েলমি সি২৫ ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৬০০০mAh- এর একটি ব্যাটারি এবং ফোনের ব্যাক ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
advertisement
10/11
মাইক্রোম্যাক্স ইন ২বি- মাইক্রোম্যাক্সের এই ফোনের দামও ১০ হাজার টাকার কম। বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৪৯৯ টাকা থেকে।
advertisement
11/11
মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনে রয়েছে একটি ৬.২৫ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা সিস্টেম, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আর একটা সেনসর, Unisoc T৬১০ প্রসেসর, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ৫০০০mAh- এর একটি ব্যাটারি। অন্যান্য আরও অনেক ফিচার রয়েছে মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনে।