Jio-কে টেক্কা দিতে 151 টাকার প্রিপেড প্ল্যানে ঢেলে সাজাল BSNL
Last Updated:
এবার 151 টাকা প্রিপেড রিচার্জে আগের থেকে 500MB ডেটা দিতে শুরু করেছে BSNL
advertisement
1/5

এখন টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের কম দামের ট্যারিফের প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের আকর্ষিত করতে চাইছে। কম খরচে বেশি বেনিফিট দেওয়ার জন্য সব কোম্পানি নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। এবার নিজের প্ল্যানকে ঢেলে সাজাল BSNL।
advertisement
2/5
এবার 151 টাকা প্রিপেড রিচার্জে আগের থেকে 500MB ডেটা দিতে শুরু করেছে BSNL। ট্যুইটারে এই কথা ঘোষণা করেছে BSNL।
advertisement
3/5
151 টাকার প্ল্যানে রয়েছে আনলিমিয়টেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা, এছাড়াও থাকছে 100 টি এসএমএস ।
advertisement
4/5
BSNL এর 151 টাকা প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি 24 দিনের।
advertisement
5/5
এতোদিন এই প্ল্যানে পাওয়া যেত 1GB ডেটা ব্যবহার করার সুযোগ, এখন দিনে 1.5GB ডেটা ব্যবহারর করতে পারবে গ্রাহকরা। 1.5GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটর স্পিড কমে হয়ে যাবে 40 Kbps।