TRENDING:

Yamaha Fascino And Ray ZR Finance Scheme: মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়িতে Yamaha স্কুটার! অফার ৩১ অগাস্ট পর্যন্ত

Last Updated:
Yamaha Fascino And Ray ZR Finance Scheme: হাজার টাকাও দিতে হবে না। বাড়িতে চলে আসবে নতুন স্কুটার। অফার কিন্তু আর বেশিদিন নেই।
advertisement
1/5
মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়িতে Yamaha স্কুটার! অফার ৩১ অগাস্ট পর্যন্ত
মোটরসাইকেলের পাশাপাশি এখন স্কুটারের চাহিদাও তুঙ্গে। লো মেইটেনেন্ট ও কমফোর্ট-এর জন্য স্কুটি অনেকেই পছন্দ করেন। লকডাউনে বহু মানুষ অফিস যাতায়াতের জন্য স্কুটি কিনেছেন। আপনিও কি স্কুটি নেওয়া প্ল্যান করছেন! তা হলে এটাই সেরা সময়। কারণ দারুন অফার দিচ্ছে Yamaha.
advertisement
2/5
আকর্ষক ফিনান্স স্কিম এনেছে জাপানিজ টু হুইলার প্রস্তুতকারক সংস্থা। মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়ি নিয়ে যেতে পারবেন ইয়ামাহা-র স্কুটার।
advertisement
3/5
খুব কম ডাউনপেমেন্ট করে নিতে পারেন ইয়ামাহার দুটি দারুন স্কুটি Fascino ও Ray ZR.
advertisement
4/5
তামিলনাড়ু ছাড়া দেশের প্রতিটি রাজ্যে এই স্কিম-এর সুবিধা পাবেন গ্রাহকরা। তবে অফার ৩১ অগাস্ট পর্যন্ত। আর দেরি না করে তাই বাড়িতে নিয়ে আসুন ইয়ামাহা স্কুটার।
advertisement
5/5
দিনকয়েক আগেই Yamaha Fascino 125 স্কুটি হাইব্রিড এফআই ইঞ্জিন সমেত লঞ্চ করেছে। ফলে এই স্কুটারের অ্যাক্সিলারেশন ও মাইলেজ আগের থেকে ভাল হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। আর Yamaha Ray ZR এমনিতেই বেশ জনপ্রিয়। সংস্থা দাবি করে, এই স্কুটার সর্বোচ্চ ৬৬ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Yamaha Fascino And Ray ZR Finance Scheme: মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়িতে Yamaha স্কুটার! অফার ৩১ অগাস্ট পর্যন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল