Best Car Under 15 Lakh: মারুতির এই গাড়ি যেন ‘সর্বগুণসম্পন্ন’! দামেও বেশ সস্তা! এক বার কিনে নিলে হেসে-খেলে টিকে যাবে বহু বছর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Best Car Under 15 Lakh: গত বছর লঞ্চ হওয়া এই গাড়িতে নানাবিধ ফিচার থাকায় একে বাজারে ‘অলরাউন্ডার’ বলেও ডাকা হচ্ছে ৷
advertisement
1/5

পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় আকাশছোঁয়া। এই অবস্থায় গাড়ি কেনার ক্ষেত্রে তাই ক্রেতারা অগ্রাধিকার দিচ্ছেন মাইলেজকেই। এর বাইরে গাড়ির লুক, ফিচার, স্পেস, ডিজাইন ইত্যাদির মতো বিষয়গুলি তো রয়েছেই! তবে একটা গাড়িতে এত কিছু প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে মারুতির নতুন গাড়ি গ্র্যান্ড ভিতারা! গত বছর লঞ্চ হওয়া এই গাড়িতে নানাবিধ ফিচার থাকায় একে বাজারে ‘অলরাউন্ডার’ বলেও ডাকা হচ্ছে ৷
advertisement
2/5
কেন জনপ্রিয় হয়ে উঠেছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা? আসলে এই গাড়ির ভিতরের স্পেস বেশ বড়সড়। ডিজাইন নিয়েও কোনও কথা হবে না! এর সঙ্গে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজের মতো নানা আকর্ষণীয় ফিচার রয়েছে। ফলে অন্য সংস্থার এই সেগমেন্টের গাড়িগুলিকে কড়া টক্কর দিচ্ছে গ্র্যান্ড ভিতারা। অনেকেই মনে করছেন, এই গাড়ি যেন লম্বা রেসের ঘোড়া!
advertisement
3/5
অত্যাধুনিক ডিজাইন গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মোট ৯টি আলাদা আলাদা রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি - অপিউলেন্ট রেড, নেক্সা ব্লু, আর্কটিক হোয়াইট, স্প্লেনডিড সিলভার, গ্র্যাঞ্জার গ্রে, চেস্টনাট ব্রাউন, ব্ল্যাক রুফ প্রভৃতি। গ্র্যান্ড ভিতারা গাড়িটির বাইরের দিকে রয়েছে একটি স্প্লিট হেডল্যাম্প ডিজাইন, ১৬ ইঞ্চির নতুন ডুয়াল-টোন অ্যালয় হুইল, কনট্রাস্ট-কালারড স্কিড প্লেটস, র্যাপঅ্যার্যাউন্ড এলইডি টেল-লাইটস, একটি শার্ক-ফিন অ্যান্টেনা, চারদিকে প্লাস্টিক ক্ল্যাডিংয়ের সজ্জা এবং হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প।
advertisement
4/5
এত রকম আকর্ষণীয় ফিচার দেখে মনে হতেই পারে যে, এই গাড়ির দাম নিশ্চয়ই অনেক বেশি হবে! কিন্তু একেবারেই তা নয়! গত বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা বেশ সস্তাই বলা যেতে পারে। কারণ এর অন-রোড প্রাইস ১২.৫০ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এমনকী তা সর্বোচ্চ ২৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
মারুতির গ্র্যান্ড ভিতারা পাওয়া যাবে মোট ৬টি ভ্য়ারিয়েন্টে। যথা - সিগমা, ডেল্টা, জেটা, আলফা, জেটা প্লাস এবং আলফা প্লাস। গ্র্যান্ড ভিতারা গাড়িতে ৫ জন আরাম করে বসতে পারবেন। আর এর প্রতিদ্বন্দ্বী গাড়ির তালিকায় রয়েছে কিয়া সেলটোস, হুন্ডাই ক্রেটা, এমজি এস্টার, টাটা হ্যারিয়ার, স্কোডা কুশক এবং ভক্সওয়াগেন টাইগুনের মতো গাড়ি।