TRENDING:

WhatsApp, Telegram, Signal! এক ছাদের তলায় একাধিক অ্যাপ, বাজারে এল Beeper

Last Updated:
গুরুত্বপূর্ণ ১৫টি অ্যাপ একটি মাত্র অ্যাপে ব্যবহার করা যাবে
advertisement
1/7
WhatsApp, Telegram, Signal! এক ছাদের তলায় একাধিক অ্যাপ, বাজারে এল Beeper
হোয়াটসঅ্যাপের (WhatsApp) প্রাইভেসি পলিসিতে পরিবর্তন ঘোষণার পর থেকে অনেকেই নতুন নতুন ম্যাসেজিং অ্যাপে চলে গিয়েছেন। অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারও কমিয়ে দিয়েছেন। অনেক নতুন অ্যাপের নাম এই ক'দিনে শোনা গিয়েছে। এবার সেই পথ ধরেই বাজারে এল Beeper অ্যাপ। এটি যদিও কোনও মেসেজিং অ্যাপ নয়, তবে, অনেকগুলো মেসেজিং অ্যাপকে এক ছাদের তলায় আনা এর কাজ।
advertisement
2/7
Pebble smartwatches-এর প্রতিষ্ঠাতা এরিক মিগিকোভস্কি (Eric Migicovsky)-এই Beeper অ্যাপের প্রতিষ্ঠাতা। গুরুত্বপূর্ণ ১৫টি অ্যাপ একটি মাত্র অ্যাপে ব্যবহার করা যাবে। মাসে মাত্র ১০ ডলার অর্থাৎ ৭৩০ টাকার বিনিময়ে Beeper অ্যাপে এই সুবিধে পাওয়া যাবে।
advertisement
3/7
এর মধ্যে সব চেয়ে মজার বিষয় হল iMessage -কেও Beeper-এ পাওয়া যাবে এবং যে কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই Apple-এর iMessage অ্যাপ অ্য়ান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, iMessage অ্যান্ড্রয়েডের পাশাপাশি উইন্ডোজ ও লিনাক্সেও ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/7
এর আগেও Beeper ছিল। কিন্তু তার নাম ছিল NovaChat। যা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, iOS ও অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যেত। বর্তমানে Beeper-এ WhatsApp, Telegram, Signal, Slack, Messenger, SMS, Discord, Skype, IRC, Twitter DMs, Apple iMessage ও Google Hangouts-এর মতো অ্যাপ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি অ্যাপের মেসেজ Beeper-এর মধ্যেই আসবে এবং সেখান থেকে রিপ্লাই করা যাবে।
advertisement
5/7
ফোনে ছাড়াও ম্যাকেও এই অ্যাপ ইনস্টল করা যাবে। কারও যদি ম্যাকের কোনও ডিভাইজে ইন্টারনেট কানেশন থাকে এবং তিনি Beeper ব্যবহার করতে চান, তাহলে তিনি Beeper Mac app-ও ইনস্টল করতে পারেন।
advertisement
6/7
এদিকে, প্রাইভেসি পলিসির দিক থেকে দেখতে গেলে অন্যান্য মেসেজিং অ্যাপগুলি এনক্রিপশনের কথা বললেও Beeper-এর তরফে এখনও কিছু বলা হয়নি। এই অ্যাপটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে, যেহেতু অ্যাপটি সবেমাত্র তৈরি হয়েছে এবং আগামীদিনে এতে একাধিক পরিবর্তন আসতে পারে, তাই হতে পারে এনক্রিপশনের বিষয়টিও উল্লেখ করা হবে।
advertisement
7/7
Beeper-এর তরফে ওয়েবসাইটে একটি ফর্ম দেওয়া হয়েছে। যা ব্যবহাকারীদের ফিল আপও করতে বলা হচ্ছে। যা থেকে তারা গ্রাহকদের চাহিদা ও কী কী জায়গায় পরিবর্তন আনা প্রয়োজন, তা বুঝতে পারবে!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp, Telegram, Signal! এক ছাদের তলায় একাধিক অ্যাপ, বাজারে এল Beeper
Open in App
হোম
খবর
ফটো
লোকাল