TRENDING:

Iphone 16 Launch: দারুণ সব ফিচার! আইফোন ১৬ সিরিজ লঞ্চ করল অ্যাপল, দেখে নিন নন-প্রো মডেলগুলির ৮টি নতুন ফিচার

Last Updated:
Iphone 16 Launch: এর মধ্যে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্টের জন্য অতিরিক্ত র‍্যাম সহ শক্তিশালী চিপসেট, অডিও রেকর্ড করার জন্য ক্যামেরা মডিউল এবং আরও অনেক কিছু।
advertisement
1/10
দারুণ সব ফিচার! আইফোন ১৬ সিরিজ লঞ্চ করল অ্যাপল, নন-প্রো মডেলগুলির ৮ নতুন ফিচার
আইফোন ১৬ সিরিজ লঞ্চ করল অ্যাপল। এই সিরিজেও চারটি নতুন মডেল রয়েছে– আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স। নন-প্রো মডেলগুলিতে একাধিক নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট সংস্থাটি।
advertisement
2/10
এর মধ্যে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্টের জন্য অতিরিক্ত র‍্যাম সহ শক্তিশালী চিপসেট, অডিও রেকর্ড করার জন্য ক্যামেরা মডিউল এবং আরও অনেক কিছু।
advertisement
3/10
অ্যাপল ইন্টেলিজেন্স: লঞ্চ ইভেন্টে কোম্পানি ঘোষণা করেছে যে আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকছে। এর জন্য অ্যাপল সিলিকন A18 চিপ ব্যবহার করেছে। আপগ্রেড করা ৮জিবি র‍্যাম এবং অ্যাপলের তৈরি জেনারেটিভ এআই মডেল দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে দেবে।
advertisement
4/10
A18 চিপ ও ৮ জিবি র‍্যাম: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে রয়েছে A18 চিপ এবং ৮ জিবি র‍্যাম। চিপের আপগ্রেড করা ১৬ কোর নিউরাল ইঞ্জিন বড় জেনারেটিভ মডেলের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। ML মডেলগুলি A16 বায়োনিক চিপের চেয়ে 2x দ্রুত গতিতে চলে। অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করতে এবং উন্নত কর্মক্ষমতা দিতে উভয় ফোনেই ৮ জিবি র‍্যাম দেওয়া হয়েছে।
advertisement
5/10
নতুন ক্যামেরা ডিজাইন: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলের পিছনে লম্বালম্বিভাবে ক্যামেরা সেটআপ করা হয়েছে। যাতে ইউজাররা এয়ারপড, অ্যাপল ভিশন প্রো বা আশপাশের সাউন্ড সিস্টেমের সঙ্গে ভিডিও করতে পারেন।
advertisement
6/10
৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা, ম্যাক্রো ফটোগ্রাফি এবং আরও অনেক কিছু: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে 2x অপটিক্যাল কোয়ালিটির টেলিফটো অপশন সহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা দেওয়া হয়েছে। নতুন ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরায় অনায়াসে করা যাবে ম্যাক্রো ফটোগ্রাফি। আলো কাজে লাগানো যাবে আরও ভালভাবে।
advertisement
7/10
নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন: আইফোন ১৬ সিরিজে রয়েছে নয়া ফিচার, ক্যামেরা কন্ট্রোল বাটন। এতে ক্যামেরা অ্যাক্সেস সহজ তো হবেই, ফটো এবং ভিডিওতে জুম ও এক্সপোজারের মতো সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে খুব সহজে।
advertisement
8/10
অ্যাকশন বাটন: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে দেওয়া হয়েছে অ্যাকশন বাটন। এই বাটন একবার প্রেস করেই একাধিক ফাংশন অ্যাক্সেস করতে পারবেন ইউজার। ক্যামেরা, ফ্ল্যাশলাইট থেকে শুরু করে ভয়েস মোমো, ফোকাস, অনুবাদ ইত্যাদি কাজ করা যাবে।
advertisement
9/10
ওয়্যারলেস চার্জিং: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে MagSafe চার্জার সহ 25W পর্যন্ত দ্রুত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।ওয়্যারলেস চার্জিং: আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে MagSafe চার্জার সহ 25W পর্যন্ত দ্রুত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
advertisement
10/10
নতুন রঙ: পাঁচটি রঙে আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেল কিনতে পারবেন গ্রাহক। সেগুলি হল- কালো, সাদা, গোলাপি, টিল এবং আল্ট্রামেরিন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Iphone 16 Launch: দারুণ সব ফিচার! আইফোন ১৬ সিরিজ লঞ্চ করল অ্যাপল, দেখে নিন নন-প্রো মডেলগুলির ৮টি নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল