Airtel Offer: উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ উপহার; আকর্ষণীয় সুযোগসুবিধা-সহ #FestiveOffer আনল Airtel
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Airtel launches limited period Festive Offers: লিমিটেড পিরিয়ড এই #FestiveOffer পাওয়া যাবে শুধুমাত্র ৬ দিনের জন্য। অর্থাৎ ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু করে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ভ্যালিড থাকছে এই অফার।
advertisement
1/7

উৎসবের মরশুম তো প্রায় চলেই এল। আর এই উৎসব উদযাপনের আবহে গ্রাহকদের জন্য বিশেষ উপহার নিয়ে এল ভারতের অন্যতম প্রধান টেলিকমিউনিকেশনস পরিষেবা প্রদানকারী ভারতী এয়ারটেল (Airtel)। এই দিন প্রি-পেড গ্রাহকদের জন্য একগুচ্ছ স্পেশাল প্রোমোশনাল অফার চালু করল তারা।
advertisement
2/7
লিমিটেড পিরিয়ড এই #FestiveOffer পাওয়া যাবে শুধুমাত্র ৬ দিনের জন্য। অর্থাৎ ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ভ্যালিড থাকছে এই অফার। এর ফলে গ্রাহকরা ৯৭৯ টাকা, ১০২৯ টাকা এবং ৩৫৯৯ টাকার ৩টি বিশেষ ভাবে কিউরেটেড প্যাকেজের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
3/7
আর এই প্রত্যেকটি প্যাকেজেই থাকবে বিশেষ সুবিধা। আসলে এর মাধ্যমে গ্রাহকরা ভয়েস, ডেটা এবং ওটিটি স্ট্রিমিং সার্ভিসের উপরে একাধিক সুবিধা পেয়ে যাবে। এই প্যাকেজগুলির বিশেষ সুবিধার বিশদ তালিকা নীচে দেওয়া হল।
advertisement
4/7
প্রতিটি প্যাকের বর্তমান সুবিধা এবং লিমিটেড পিরিয়ড অ্যাড-অন বেনিফিট: ৯৭৯ টাকার প্যাকেজ: বর্তমান সুবিধা: দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, Xstream Premium-এ ২২+ ওটিটি। যা ৮৪ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।
advertisement
5/7
লিমিটেড পিরিয়ড অ্যাড-অন বেনিফিট: ১০ জিবি ডেটা ক্যুপন, যা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে। ১০২৯ টাকার প্যাকেজ: বর্তমান সুবিধা: দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, Disney + Hotstar। যা ৮৪ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।
advertisement
6/7
লিমিটেড পিরিয়ড অ্যাড-অন বেনিফিট: Xstream Premium-এ ২২+ ওটিটি, ১০ জিবি ডেটা ক্যুপন, যা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে। ৩৫৯৯ টাকার প্যাকেজ: বর্তমান সুবিধা: দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল। যা ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।
advertisement
7/7
লিমিটেড পিরিয়ড অ্যাড-অন বেনিফিট: Xstream Premium-এ ২২+ ওটিটি, ১০ জিবি ডেটা ক্যুপন, যা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে।