TRENDING:

Air Conditioners: এই গরমে এসি কিনতে চান! আকর্ষণীয় ছাড় পাবেন এই ব্র্যান্ডে, দেখে নিন

Last Updated:
এই এসি-টির রেটিং ৪.৬। বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ ছাড়ে।
advertisement
1/7
এই গরমে এসি কিনতে চান! আকর্ষণীয় ছাড় পাবেন এই ব্র্যান্ডে, দেখে নিন
গরম বাড়ছে, প্রায় সকলেই চাইছেন একটি দারুন এসি, নিজের বাড়ির জন্য। এমন পরিকল্পনা থাকলে টাটার Voltas এসি-র কথা ভাবা যেতে পারে। এটির দক্ষতা প্রশ্নহীন, পাশাপাশি শব্দহীন কাজের জন্য জনপ্রিয়ও। বহু বছর ধরে Voltas ইলেকট্রনিক গ্যাজেটের বিশ্বস্ত ব্র্যান্ড।
advertisement
2/7
এক নজরে দেখে নেওয়া যাক Voltas-এর সেই এসিগুলির তালিকা, যেগুলি Amazon-এ ৪ স্টারের রেটিং পেয়েছে ব্যবহারকারীদের দ্বারা। এই সব এসি-তে এখন মিলছে বড় ছাড়ও।
advertisement
3/7
Voltas 1.4 Ton 5 Star Inverter adjustable Split AC— Amazon-এ এই এসি-টি ৪.৩ রেটিং পেয়েছে। ৪৮ শতাংশ ছাড় দিয়ে এর দাম দাঁড়াবে ৪১,৯৮০ টাকা। এতে রয়েছে ডাস্ট ফিল্টার এবং ইনস্ট্যান্ট কুলিং প্রক্রিয়া। চলার সময় এই এসি থেকে খুব সামান্য শব্দই বের হয়।
advertisement
4/7
Voltas Split Inverter AC Floral 1.5 Ton 4 Star— এই এসি-টির রেটিং ৪.৬। বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ ছাড়ে। Amazon-এর বিশেষ ছাড়ের পর এই এসি-টির দাম দাঁড়াচ্ছে ৪০,১৫০ টাকা। এই এসি-তে রয়েছে ‘মাল্টি স্টেজ ডাস্ট ফিল্টারেশন’। এতে কোনও স্টেবিলাইজারের প্রয়োজন হয় না। সঙ্গে রয়েছে ‘ইন-বিল্ট’ ডি-হিউমিডিফায়ার।
advertisement
5/7
Voltas 1.5 Ton 3 Star Inverter Split AC— ৪.২ রেটিং যুক্ত এই এসি-টিতে পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ ছাড়। ফলে এর দাম দাঁড়াচ্ছে ৩৫,৯৮০ টাকা। ছোট এবং মাঝারি ঘরের জন্য উপযুক্ত। এতে ডাস্ট ফিল্টার এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল আবরণও রয়েছে।
advertisement
6/7
Voltas 2 Ton 5 Star, Inverter Split AC— ৪.১ রেটযুক্ত এই এসি-তে ৪১ শতাংশ ছাড়ে দিয়ে দাম দাঁড়াচ্ছে ৫৫,২৯৯ টাকা। এর কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব কুল্যান্ট। এতে রয়েছে টার্বো কুলিং, ফোর ইন ওয়ান অ্যাডজাস্টেবল কুলিং সিস্টেম।
advertisement
7/7
Voltas 2 Ton 3 Star Inverter Compressor Split AC ৪ রেটিং যুক্ত এই এসি-টিতে পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ ছাড়। ফলে দাম দাঁড়াচ্ছে ৪৬,৯৮০ টাকা। এই এসি-তে রয়েছে ‘স্লিপ মোড’, অর্থাৎ স্বয়ংক্রিয় তাপমাত্রা সামঞ্জস্য করার ক্ষমতা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioners: এই গরমে এসি কিনতে চান! আকর্ষণীয় ছাড় পাবেন এই ব্র্যান্ডে, দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল