এসি না হয় কিনলেন, তার পরও এতরকম খরচ লেগে থাকবে! কোনও কোম্পানি জানায় না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air conditioner: টাকা-পয়সা জমিয়ে এসি না হয় কিনলেন! তার পরও কিন্তু এই খরচগুলো থাকবেই।
advertisement
1/7

AC না হয় কিনে ফেললেন! কিন্তু তার পর যে এতগুলো খরচ লুকিয়ে থাকে, সেটা কি জানেন!
advertisement
2/7
যা গরম পড়েছে অনেকেই ভাবছেন, টাকা-পয়সা জমিয়ে একটা এসি কিনে ফেললে হয়! তা বেশ। তার আগে জেনে রাখুন। এসি কেনার পর আরও হাজার তিন-চারেক টাকা বাড়তি খরচ রয়েছে কিন্তু।
advertisement
3/7
প্রবল গরমে এমনিতেই এসি-র বিক্রি বেশি হয়। আর এই সুযোগে বেশিরভাগ সংস্থা ইনস্টলেশন চার্জ বাড়িয়ে দেয়। এমনকী এই গরমে এসি সার্ভিস চার্জ পর্যন্ত বাড়ে।
advertisement
4/7
এসি কেনার পর বেশ কিছু Hidden Cost থাকে। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
advertisement
5/7
অফলাইনে কিনলে ডিলার আপনার বাড়িতে এসি পৌঁছে দিতে ৩০০ থেকে ৫০০ টাকা ডেলিভারি চার্জ নিতে পারে।
advertisement
6/7
কোম্পানির সার্ভিস এজেন্ট ১২০০-১৮০০ টাকা ইনস্টলেশন চার্জ নেয়। জিএসটি চার্জ আলাদা।
advertisement
7/7
ওয়াল মাউন্টের জন্য কম-বেশি হাজার টাকা ধরে রাখুন। কোম্পানি আপনাকে ৩ মিটার পর্যন্ত ইনসুলেটেড কপার পাইপ দেবে ফ্রি-তে। তার পর একস্ট্রা আরও তিন মিটার কপার পাইপ লাগলে দিতে হবে প্রায় ৪৫০০ টাকা। এছাড়া ড্রেনেজ পাইপের জন্য কম-বেশি ৫০০ টাকা দিতে হতে পারে। সঙ্গে পাওয়ার প্লাগ-এর খরচ আলাদা।