TRENDING:

এসি না হয় কিনলেন, তার পরও এতরকম খরচ লেগে থাকবে! কোনও কোম্পানি জানায় না

Last Updated:
Air conditioner: টাকা-পয়সা জমিয়ে এসি না হয় কিনলেন! তার পরও কিন্তু এই খরচগুলো থাকবেই।
advertisement
1/7
এসি না হয় কিনলেন, তার পরও এতরকম খরচ লেগে থাকবে! কোনও কোম্পানি জানায় না
AC না হয় কিনে ফেললেন! কিন্তু তার পর যে এতগুলো খরচ লুকিয়ে থাকে, সেটা কি জানেন!
advertisement
2/7
যা গরম পড়েছে অনেকেই ভাবছেন, টাকা-পয়সা জমিয়ে একটা এসি কিনে ফেললে হয়! তা বেশ। তার আগে জেনে রাখুন। এসি কেনার পর আরও হাজার তিন-চারেক টাকা বাড়তি খরচ রয়েছে কিন্তু।
advertisement
3/7
প্রবল গরমে এমনিতেই এসি-র বিক্রি বেশি হয়। আর এই সুযোগে বেশিরভাগ সংস্থা ইনস্টলেশন চার্জ বাড়িয়ে দেয়। এমনকী এই গরমে এসি সার্ভিস চার্জ পর্যন্ত বাড়ে।
advertisement
4/7
এসি কেনার পর বেশ কিছু Hidden Cost থাকে। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
advertisement
5/7
অফলাইনে কিনলে ডিলার আপনার বাড়িতে এসি পৌঁছে দিতে ৩০০ থেকে ৫০০ টাকা ডেলিভারি চার্জ নিতে পারে।
advertisement
6/7
কোম্পানির সার্ভিস এজেন্ট ১২০০-১৮০০ টাকা ইনস্টলেশন চার্জ নেয়। জিএসটি চার্জ আলাদা।
advertisement
7/7
ওয়াল মাউন্টের জন্য কম-বেশি হাজার টাকা ধরে রাখুন। কোম্পানি আপনাকে ৩ মিটার পর্যন্ত ইনসুলেটেড কপার পাইপ দেবে ফ্রি-তে। তার পর একস্ট্রা আরও তিন মিটার কপার পাইপ লাগলে দিতে হবে প্রায় ৪৫০০ টাকা। এছাড়া ড্রেনেজ পাইপের জন্য কম-বেশি ৫০০ টাকা দিতে হতে পারে। সঙ্গে পাওয়ার প্লাগ-এর খরচ আলাদা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এসি না হয় কিনলেন, তার পরও এতরকম খরচ লেগে থাকবে! কোনও কোম্পানি জানায় না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল