TRENDING:

AC Working: এত গরমে AC চাইই চাই! অথচ AC তৈরি ঘর ঠান্ডা রাখতে হয়ইনি! আসল কারণ কিন্তু চমকে দেবে

Last Updated:
AC Working: মূলত খাবার সংরক্ষণ ও ছাপাখানার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যই এসি তৈরির পরিকল্পনা করা হয়েছিল।
advertisement
1/10
এত গরমে AC চাইই চাই! অথচ AC তৈরি ঘর ঠান্ডা রাখতে হয়ইনি!আসল কারণ কিন্তু চমকে দেবে
প্রচণ্ড গরমে AC-কেই সবচেয়ে বড় বন্ধু মনে হয়। গরমের তীব্রতায় স্বস্তির জোগান দেয় AC। দাবদাহ থেকে বাঁচতে মানুষ এসি ব্যবহার করলেও এসি তৈরির উদ্দেশ্য কিন্তু মোটেও তা ছিল না। মূলত খাবার সংরক্ষণ ও ছাপাখানার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যই এসি তৈরির পরিকল্পনা করা হয়েছিল।
advertisement
2/10
ঘরের সাধারণ তাপমাত্রায় রাখা খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে সহজেই নষ্ট হয়ে যায়। তবে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দ্রুত হ্রাস পায়। তাই শুরুতে মূলত ব্যাকটেরিয়া থেকে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়।
advertisement
3/10
আধুনিক এসির জনক হিসেবে আলোচনায় যার নামটি প্রথম আসে, তিনি আমেরিকান ইঞ্জিনিয়ার হ্যাভিল্যান্ড ক্যারিয়ার। ১৯০২ সালে উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার প্রথম বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন। সেই এসি মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল।
advertisement
4/10
হ্যাভিল্যান্ড একটি ছাপাখানায় কাজ করতেন। সেখানকার বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ঠিকঠাক কাজ করা সম্ভব হচ্ছিল না। উৎপাদন বৃদ্ধির জন্য মূলত এ যন্ত্রের নকশা করা হয়েছিল। বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ছাপা কাগজের আকার ও কালির যথার্থ ব্যবহার ঠিক রাখতে এসি ব্যবহার শুরু হয়েছিল। ১৯০৬ সালে তিনি এসির জন্য আমেরিকান সরকারের পেটেন্ট পান।
advertisement
5/10
উল্লেখ্য, ১৮২৪ সালে রেফ্রিজারেশন নীতি আবিষ্কারের ফলে তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের মাধ্যমে বাতাসকে শীতল করার পদ্ধতি আবিষ্কৃত হয়। ১৮৪০ সালে পদার্থবিদ ও চিকিৎসক জন গরি উচ্চ তাপমাত্রা থেকে নগরবাসীকে বাঁচাতে ফ্লোরিডার শহরগুলোকে শীতল করার ধারণা প্রস্তাব দেন। তাঁর মতামত ছিল, ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগ নিরাময়ের একমাত্র সমাধান হতে পারে এই শীতলীকরণ পদ্ধতি।
advertisement
6/10
জন গরি কমপ্রেসর ব্যবহার করে রেফ্রিজারেটর তৈরি করলেও তিনি পেটেন্ট নিতে ব্যর্থ হন। পরবর্তীকালে বেশ কয়েক বছর কৃত্রিম শীতলীকরণ এ ব্যবস্থার কাজ বন্ধ ছিল। এরপর উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার এয়ারকন্ডিশন আবিষ্কারের উদ্যোগ নেন।
advertisement
7/10
১৯১৫ সালে হ্যাভিল্যান্ড ও ছয় প্রকৌশলী মিলে বিশ্বের বৃহত্তম এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন’ প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে ঘরবাড়িতে এসি ব্যবহার শুরু হয়। তখন এসিতে অ্যামোনিয়া, প্রোপেন ও মিথাইল ক্লোরাইডের মতো বিষাক্ত গ্যাস ব্যবহৃত হতো।
advertisement
8/10
১৯২৮ সালে টমাস মিগলি জুনিয়র ফ্রেয়ন আবিষ্কারের মাধ্যমে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক কাজে মানুষের জন্য নিরাপদ এসি উদ্ভাবন করেন। ১৯৩০ সালে হোয়াইট হাউস শীতাতপনিয়ন্ত্রিত করা হয়।
advertisement
9/10
তবে ক্যারিয়ারের উদ্ভাবিত এসি এতটাই বিশাল ছিল যে এটি রাখতে একটি ঘরের প্রয়োজন হতো। ফলে বড় বড় কারখানা ছাড়া এই এসি তেমন একটা ব্যবহার করা যেত না। পরবর্তী সময়ে ১৯৪৫ সালে রবার্ট শেরম্যান পোর্টেবল এসি আবিষ্কার করেন, যা জানালার পাশে রেখে ব্যবহার করা যেত।
advertisement
10/10
এই এসি ঘরের বাতাসকে ফিল্টার করার পাশাপাশি গরমের দিনে ঘর ঠান্ডা রাখত এবং শীতের দিনে ঘর গরম রাখত। ১৯৫০ সালের ৭ অক্টোবর হ্যাভিল্যান্ড ক্যারিয়ার মারা যান। ১৯৭৯ সালে আমেরিকার ইউনাইটেড টেকনোলজিস ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কিনে নেয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Working: এত গরমে AC চাইই চাই! অথচ AC তৈরি ঘর ঠান্ডা রাখতে হয়ইনি! আসল কারণ কিন্তু চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল