128 GB Smartphone Disadvantages: 128, 256, 512 GB ঠিক কোন স্টোরেজের ফোন বেশি ভাল, কেন কিনবেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
128 GB Smartphone Disadvantages: 128, 256, 512 GB কোন স্টোরেজের ফোন বিশেষ করে ভাল?
advertisement
1/15

বর্তমানে পকেটে পকেটে মোবাইল ফোন, বিভিন্ন ব্র্যান্ডের ফোনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় ৷ ফোনের স্টোরেজ 128 GB, 256 GB ও 512 GB এখন ট্রেন্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
ফোনের ইন্টারন্যাল স্টোরেজ ঠিক কতখানি হতে হবে? 128 GB ফোন কেনার কথা ভেবে থাকলে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
128 GB এই স্টোরেজ মডেলের জন্য ভাল হতে পারেনা ৷ সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স হয়েছে বা এগিয়ে গিয়েছে ৷ বর্তমানে মোবাইলের ব্যবহার শুধুই ফোনে কথা বলার জন্যই নয়, ডেটা স্টোরেজের ক্ষেত্রেও বিরাট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
সেক্ষেত্রে 128 GB ছাড়া অন্যান্য স্টোরেজ তাড়াতাড়ি শেষ হতে পারে ৷ তারপর থেকেই সূচনা হয় সমস্যার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
স্মার্ট ফোনের স্টোরেজের এক বড় সিস্টেম ফাইল অপারেটিং সিস্টেমের জন্য চলে যায় ৷ যদি 128 GB স্টোরেজ ব্যবহার করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
এতে ২২ থেকে ২৪ পর্যন্ত স্টোরেজ সিস্টেমে, তবুও সিস্টেম দৌড়ছে ৷ তারপরে অবশিষ্ট থাকে 103-106 GB স্টোরেজ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও একটি চ্যালেঞ্জ হল গেম ইনস্টল করা কেননা এই ধরনের গেমের প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
যা ফোনের স্টোরজ নিয়ে বসে আছে ৷ BGMI বেশ কয়েকটি জনপ্রিয় গেমের সাইজ GB-র থেকে বেশি ৷ দু-তিন এমন ধরনের গেম ইনস্টল করলে স্টোরেজ শেষ হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
হাই রেজলিউশনের গেম বড় নয়, ছবি ও ভিডিওর সাইজ একটু কম ৷ ফটোগ্রাফির জন্য ফোনে অত্যন্ত ভাল মানের ক্যামেরা থাকে ৷ যাতে হাই কোয়ালিটির ছবি তোলা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
ক্যামেরার কোয়ালিটি এমন যে ডিএসএলআর ক্যামেরার সঙ্গে টক্কর দিতে পারে ৷ হাই কোয়ালিটির ছবি তুলতে অত্যন্ত পরিমাণে ভাল লাগে ৷ কিন্তু একটি ভাল রেজোলিউশনের ছবি 10-15 MB পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এরফলে ভাল কোয়ালিটির ভিডিও রেকর্ড করলে কমপক্ষে ১ জিবি জায়গা নিয়ে থাকে ৷ 128 GB খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
নানান রকমের অ্যাপ থাকে সেটে ৷ অনালাইন শপিং, বিনোদন থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের টাকা ও অফিসের কাজের ক্ষেত্রে নানান অ্যাপ কাজে লাগে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
এরফলে ফোনের আরও অনেক স্টোরেজ শেষ হয়ে যায় ৷ এরপরেও ফোনের স্টোরেজের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
ফোনে 128 GB-এর বদলে ঠিক কতখানি স্টোরেজ রাখা উচিৎ ৷ 128 GB ফোন তাঁদের জন্যই ভাল ৷ যাঁদের কোনও কিছুই বেশি স্টোরেজ করতে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
যাঁদের কল, মেসেজ করা ইন্টারনেট ব্যবহার করার মত সাধারণ প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে 128 GB-র ফোনই যথেষ্ট ৷ প্রতীকী ছবি ৷