Sunny Leone Love Story:কার সঙ্গে প্রথম দেখাতেই রাতের ঘুম উড়েছিল সানির ?
Last Updated:
advertisement
1/7

শুধুমাত্র পর্ন ফিল্ম তারকা হিসেবে নয়, অভিনয়, নাচ ও সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েও সানি লিওন তাঁর নিজের জায়গা বানিয়ে নিয়েছেন । কিন্তু সানি লিওনের লাভস্টোরি জানেন কি? সম্প্রতি সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়ে কথা বলেছেন তিনি যা কোনও রোম্যান্স উপন্যাসকেও টক্কর দিতে পারে ।
advertisement
2/7
লাস ভেগাসের একটি ক্লাবে প্রথম দেখা হয়েছিল স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ও প্রথম দেখাতেই প্রেম ! আর মাত্র কয়েক মিনিটের কথোপকথনের পরেই সেই প্রেম জমে ক্ষীর । সানির ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসও যোগাড় করে ফেলেছিলেন ড্যানিয়েল ।
advertisement
3/7
ড্যানিয়েলের প্রথম মেসেজটি ইমেলেই পেয়েছিলেন সানি । ঘটনাচক্রে তখন নিউ ইয়র্ক যাচ্ছিলেন সানি আর নিউ ইয়র্কেই থাকতেন ড্যানিয়েল । ইমেলেই সানির কাছে নম্বর চান তিনি ও তারপরেই সানিকে ফোন করেছিলেন ড্যানিয়েল ।
advertisement
4/7
প্রথম ডেটের অভিজ্ঞতা কেমন ছিল ? অকপটে সানি জানিয়েছেন প্রথম ডেটে তিনি বেশ দেরি করেই পৌঁছেছিলেন কিন্তু তাঁর জন্য অপেক্ষা করেছিলেন ড্যানিয়েল । প্রথম ডেট খুবই স্পেশাল ছিল সানির কাছে । প্রায় তিন ঘন্টা অনর্গল কথা বলেছিলেন দুজনে । আমরা দুজন দুজনকে যেন অনেকবছর ধরে চিনি এমনই মনে হয়েছিল, জানিয়েছেন সানি ।
advertisement
5/7
ড্যানিয়েলও এরপর অ্যাডাল্ট ছবিতে কাজ করতে শুরু করেন । এভাবেই একদিন দুজনে নিজেদের কোম্পানীও খুলে ফেললেন ।
advertisement
6/7
সানির কেরিয়ারকে বরাবরই সমর্থন করেছেন ড্যানিয়েল । মার মৃত্যুর পর ড্যানিয়েলকেই আঁকড়ে ধরেছিলেন সানি । সানি কাঁদলে একটুও বিরক্ত হতেন না ড্যানিয়েল বরং চেষ্টা করতেন যতটা সম্ভব শান্তনা দেওয়ার ।
advertisement
7/7
ড্যানিয়েলের সঙ্গে জীবন কাটানো কোনও অংশে একটা স্বপ্নের চেয়ে কম নয়, জানিয়েছেন সানি ।