TRENDING:

শ্লীলতাহানি করতে ঘরে ঢুকেছিল যুবক, ঘরে থাকা কুকুরটি যা করল

Last Updated:
advertisement
1/5
শ্লীলতাহানি করতে ঘরে ঢুকেছিল যুবক, ঘরে থাকা কুকুরটি যা করল
এখনকার দিনে এমন পরিস্থিতি যে আত্মীয়স্বজন থেকে প্রতিবেশী কারোর থেকেই সুরক্ষিত নন মহিলারা ৷ এরকমই একটা ঘটনা ফের ঘটছিল ভোপালে ৷ তবে একজন ছিল যাঁর জন্য পরিণতিটা মর্মান্তিক হতে পারেনি ৷ News 18 Creative
advertisement
2/5
ভোপালের চোলা এলাকার বাসিন্দা ২৯ বছরের ভদ্রমহিলা বাড়িতে ছিলেন ৷ এমন সময় তাঁকে ফাঁকা বাড়িতে পেয়ে শ্লীলতাহানি করতে আসেন প্রতিবেশী এক যুবক ৷ News 18 Creative
advertisement
3/5
মহিলার ওপর যখন ঝাঁপিয়ে পড়ছেন ঠিক তখনই বদলে যায় পুরো ছবিটা ৷ মহিলার সঙ্গে ছিল তাঁর পোষ্য ৷ রাস্তার কুকুরটিকে নিয়মিত খাওয়াতেন ৷
advertisement
4/5
কুকুরটি সবেগে ঝাঁপিয়ে পড়ে যুবকের ওপর ৷ শ্লীলতাহানি করতে আসা যুবক এই ধরণের আক্রমণের মুখে পড়ার কথা ভুলে ভাবেননি ৷ আর তাই তিনি একেবারে ঘাবড়ে গিয়ে দ্রুত পালাতে যান তিনি ৷ তবে অবশ্য তিনি শুধু বেরিয়ে যাননি ৷
advertisement
5/5
শ্লীলতাহানি বা ধর্ষণের ইচ্ছা নিয়ে আসা যুবক বেরিয়ে যাওয়ার আগে কুকুরটিকে ছুরি মেরে যান ৷ মহিলাটির কোনও ক্ষতি না হলেও কুকুরটি চিকিৎসাধীন ৷
বাংলা খবর/ছবি/দেশ/
শ্লীলতাহানি করতে ঘরে ঢুকেছিল যুবক, ঘরে থাকা কুকুরটি যা করল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল