ডিভোর্স এখনও হয়নি, নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী? নাম, পরিচয় জানা গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yuzvendra Chahal with RJ Mahvish- চাহালকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখলেন তাঁরা পাশাপাশি বসে। এখন প্রশ্ন হল, সেই রহস্যময়ীর নাম, পরিচয় কী!
advertisement
1/5

বিবাহবিচ্ছেদের মামলা নাকি এখনও চলছে! তার মাঝেই পুরনো সম্পর্কের কথা ভুলে গেলেন চাহাল! তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও মামলা চলছে।
advertisement
2/5
চার বছরের বিয়ে তাঁদের। তার মধ্যে তাঁরা নাকি ১৮ মাস ধরে আলাদা থাকেন! যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স-এর মামলা এখন আদালতে। জানা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হওয়া এখন সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে কি নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন চাহাল!
advertisement
3/5
এরই মধ্যে চাহালকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখলেন তাঁরা পাশাপাশি বসে। এখন প্রশ্ন হল, সেই রহস্যময়ীর নাম, পরিচয় কী!
advertisement
4/5
সেই মহিলার নাম আরজে মহভিশ। এর আগে ধনশ্রীর সঙ্গে যখন চাহালের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছিল, তখনও তাঁদের একসঙ্গে একটি পার্টির পর দেখা গিয়েছিল। তবে মাহভিশ বলেছিলেন, তাঁরা স্রেফ বন্ধু।
advertisement
5/5
দিল্লির একটি রেডিও চ্যানেলে আরজে হিসেবে কাজ করেন মাহভিশ। সোশ্যাল মিডিয়ায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। ইনস্টায় তাঁর প্রায় ১৪ লাখ ফলোয়ার্স। বিগ বস ও নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজেও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে কোনও কারণবশত তিনি কাজ করেননি।