TRENDING:

৪৮ মাসের বিয়ে, ১৮ মাস আলাদা, ডিভোর্স! ধনশ্রীর 'চাহিদা' কী ছিল, জানালেন চাহাল

Last Updated:
Yuzvendra Chahal-Dhanshree Verma divorce- কী আছে সেই পুরনো ভিডিওতে! চাহাল এক জায়গায় বলেছেন, প্রতিবার ঝগড়ার পর যখন মিটমাট হয়ে যায়, তখন ধনশ্রী আমার কাছে ডায়মন্ড চায়। এই ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
1/6
৪৮ মাসের বিয়ে, ১৮ মাস আলাদা, ডিভোর্স! ধনশ্রীর 'চাহিদা' কী ছিল, জানালেন চাহাল
চার বছরের বিয়ে তাঁদের। তার মধ্যে তাঁরা নাকি ১৮ মাস ধরে আলাদা থাকেন! যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স-এর মামলা এখন আদালতে। জানা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হওয়া এখন আর সময়ের অপেক্ষা।
advertisement
2/6
ধনশ্রীর আইনজীবী অদিতি মোহানি একটি বিবৃতি জারি করে বলেছেন, এই নিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদের কারণ আসলে বোঝাপড়ার অভাব।
advertisement
3/6
এবার অবশ্য নতুন এক ইস্যু এল সামনে। পুরনো একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিও দেখে অনেকে বলছেন, আসলে ধনশ্রীর একের পর এক চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন চাহাল!
advertisement
4/6
কী আছে সেই পুরনো ভিডিওতে! চাহাল এক জায়গায় বলেছেন, প্রতিবার ঝগড়ার পর যখন মিটমাট হয়ে যায়, তখন ধনশ্রী আমার কাছে ডায়মন্ড চায়। এই ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
5/6
অনেকেই ধনশ্রীকে গোল্ড ডিগার বলে ট্রোল করছেন। এমনও দাবি করা হয়েছে, ধনশ্রী নাকি চাহালের কাছে ৬০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন! তবে ধনশ্রীর পরিবারের তরফে বলা হয়েছে, এসব দাবি একেবারেই ভুয়ো।
advertisement
6/6
নেটিজেনদের একাংশের দাবি, চাহালের থেকে একের পর এক চাহিদা পূরণের শর্ত রাখতেন ধনশ্রী। আর চাহাল তা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। যা শেষমেশ বিবাহবিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।
বাংলা খবর/ছবি/খেলা/
৪৮ মাসের বিয়ে, ১৮ মাস আলাদা, ডিভোর্স! ধনশ্রীর 'চাহিদা' কী ছিল, জানালেন চাহাল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল