৬০ কোটি টাকা খোরপোশ! সব মিথ্যে! ধনশ্রীকে আসলে কত টাকা দিলেন চাহাল, জানাজানি হল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yuzvendra Chahal-Dhanashree Verma Alimony- জানা যাচ্ছে, চার বছরের বিয়ে ভাঙার জন্য উঠেপড়ে লেগেছেন ধনশ্রী ও চাহাল দুজনেই। ফলে তাঁরা দুজনেই চাইছেন, যত তাড়াতাড়ি মামলার রফা করা যায়। আর সেই উদ্দেশ্যে আদালতে আবেদন করেছেন তাঁরা।
advertisement
1/6

হার্দিক পান্ডিয়া নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদের আগেও ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। ধোঁয়াশা ছিল, নীরবতা বজায় রেখেছিলেন তাঁরা। তবে শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। এবার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ক্ষেত্রেও একই ব্যাপার!
advertisement
2/6
রটে গিয়েছিল, ধনশ্রী বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসেবে যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। তবে ধনশ্রীর পরিবার জানায়, পুরো ব্যাপারটাই মিথ্যে রটনা।
advertisement
3/6
যতদূর জানা যাচ্ছে, ২০ মার্চ অর্থাৎ আগামীকাল ধনশ্রী ও চাহালের পাকাপাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। আদালত জানিয়েছে, ২১ মার্চ থেকে আইপিএলের জন্য দলে যোগ দিতে যাবেন চাহাল। তার আগে আইনি মামলা মিটিয়ে ফেলা হবে।
advertisement
4/6
বার অ্যান্ড বেঞ্চ-এর রিপোর্ট বলছে, ধনশ্রীর তরফে চাহালের থেকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ হিসেবে দাবি করা হয়েছিল। তার মধ্যে ২.৩৭ কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন চাহাল। তাঁরা তাই এবার মিউচিয়াল ডিভোর্স চাইছেন।
advertisement
5/6
আদালত দুজনকে ৬ মাস কুলিং অফ পিরিয়ডে থাকতে বলেছিল। তবে ধনশ্রী বা চাহাল, কেউই রাজি হননি তাতে। ফলে আদালত সেই সিদ্ধান্ত বদল করেছে বলে জানা যাচ্ছে।
advertisement
6/6
জানা যাচ্ছে, চার বছরের বিয়ে ভাঙার জন্য উঠেপড়ে লেগেছেন ধনশ্রী ও চাহাল দুজনেই। ফলে তাঁরা দুজনেই চাইছেন, যত তাড়াতাড়ি মামলার রফা করা যায়। আর সেই উদ্দেশ্যে আদালতে আবেদন করেছেন তাঁরা।