Sourav Ganguly: মুখ্যমন্ত্রী হতে চান? নাকি ভারতের কোচ? সৌরভ যা উত্তর দিলেন, শুনে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly- এর পর সৌরভকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? সেই প্রশ্ন সৌরভ এড়িয়ে গিয়েছেন। তিনি একেবারেই আর রাজনীতি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি নন।
advertisement
1/6

অনেক মঞ্চে অনেক রকম মানুষের সঙ্গে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌরভকে একই মঞ্চে দেখা যায়। তার পর বিতর্ক। সৌরভ সেই বিতর্কের জবাব দেন। তিনি বলেন, 'আমি পাবলিক ফিগার। অনেকের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করি। আমার কারও কাছ থেকে কিছু পাওয়ার নেই। আমাকে নিয়ে অকারণ বিতর্কের মানে নেই।'
advertisement
2/6
সৌরভের বাড়িতে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়েছেন। সৌরভ তাঁদের সাদরে স্বাগত জানিয়েছেন। তবে রাজনীতির মাঠ থেকে নিজেকে বরাবর সরিয়ে রেখেছেন তিনি। আর হালফিলে তিনি রাজনীতি নিয়ে যে কোনও প্রশ্নও এড়িয়ে যাচ্ছেন।
advertisement
3/6
ক্রিকেটার, সঞ্চালক, প্রশাসক- অনেক ভূমিকায় অবলীলায় দায়িত্ব সামলেছেন সৌরভ। দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হয়েছেন। তবে সৌরভকে কোচ হিসেবে দেখা যায়নি। তিনি কি কোচ হতে চান না?
advertisement
4/6
সৌরভ পিটিআই-কে দেওযা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলাদা আলাদা ভূমিকায় দায়িত্ব পালন করেছি। ক্রিকেট ছাড়ার পর আমি সিএবি প্রেসিডেন্ট হয়েছিল, বিসিসিআই সভাপতি হে দায়িত্ব পালন করেছি। জানি না ভবিষ্যৎ আমার জন্য কী রেখেছে। আমার বয়স এখন ৫০ বছর। আমি কোচিংয়ের জন্য তৈরি। দেখা যাক এর পর কী হয়!
advertisement
5/6
এর পর সৌরভকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? সেই প্রশ্ন সৌরভ এড়িয়ে গিয়েছেন। তিনি একেবারেই আর রাজনীতি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি নন।
advertisement
6/6
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে সৌরভ আশাবাদী বলেও জানান। শুভমান গিলের ফুটওয়ার্ক তাঁর পছন্দ হয়েছে বলে জানিয়েছেন। এমনকী ভারত এবার ইংল্যান্ড ভাল কিছু করে দেখাবে বলেও জানিয়েছিলেন সৌরভ।