TRENDING:

Yashasvi Jaiswal: কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর

Last Updated:
Yashasvi Jaiswal: এই মুহূর্তে নিজের বাড়ি থেকে ১৪,০০০ কিমি দূরে থাকেন যশস্বী জয়সওয়াল
advertisement
1/7
কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর
ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবার বাড়ি কিনে ফেললেন৷ তাও আবার মুম্বইতে৷ বান্দ্রা ইস্টের Ten BKC প্রজেক্টে ফ্ল্যাট কিনলেন তিনি৷  রিয়েল এস্টেট ডেটাবেস কোম্পানি Zapkey-র থেকে পাওয়া তথ্য অনুসারে এই খবর সামনে এসেছে৷
advertisement
2/7
তিনি যে অ্যাপার্টমেন্টটি কিনছেন তার সাইজটি ১,১১০ স্কোয়ারফিট৷ এই ডিলটি সই হয়েছে ২০২৪-র ৭ জানুয়ারি৷ জয়সওয়াল নিজেই এই ডিলটি সাইন করেছেন৷ Photo- Representative
advertisement
3/7
আদানি রিয়েলিটির যারা এই প্রজেক্টের বিল্ডার তারা অবশ্য এই ডিল নিয়ে কোনওরকম মুখ খুলতে নারাজ৷  এই প্রজেক্টটি নিয়ে অবশ্য বেশ ডামাডোল রয়েছে৷ আগে এই প্রজেক্টটি রেডিয়াস এস্টেট অস্বচ্ছ্বতার কারণে সরে যায়৷
advertisement
4/7
এরপরে আদানি রিয়েলিটি এই প্রজেক্টটি নিজেদের আয়ত্তে নিয়ে নেয়৷ ব্রোকারের সূত্রে খবর এই প্রজেক্টের কাজ শেষ হবে এই বছরের শেষে এবং মালিকরা সেই সময়েই পজেশন পেয়ে যাবেন৷
advertisement
5/7
Ten BKC -র এই রেসিডেন্সিয়াল প্রজেক্টটি ২০১৬ তে লঞ্চ হয়েছে৷ এখানে দুই , তিন, এবং চার বিএইচকে অ্যাপার্টমেন্ট রয়েছে৷ যশস্বী জয়সওয়ালের ৪৮,০০০ স্কোয়ার ফুট সাইজের প্রপার্টি নিয়েছেন৷
advertisement
6/7
একেবারে খড়কুটো থেকে শুরু করে বড়লোক হওয়ার যাত্রাপথে অফিসিয়ালি পা রাখলেন তরুণ -তুর্কি৷ এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেন আইপিএলের জন্য৷
advertisement
7/7
অন্যদিকে জাতীয় দলের হয়েও তিনি নিয়মিত খেলছেন এবং পারফরম্যান্স করছেন৷ ফলে এই পথে ওঠার সব শুরুতে রয়েছেন যশস্বী জয়সওয়াল৷ এই মুম্বইয়ের পাশাপাশি আরও অনেক জায়গায় পছন্দমতো প্রপার্টি কিনতে পারবেন তিনি৷
বাংলা খবর/ছবি/খেলা/
Yashasvi Jaiswal: কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল