Yashasvi Jaiswal: কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal: এই মুহূর্তে নিজের বাড়ি থেকে ১৪,০০০ কিমি দূরে থাকেন যশস্বী জয়সওয়াল
advertisement
1/7

ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবার বাড়ি কিনে ফেললেন৷ তাও আবার মুম্বইতে৷ বান্দ্রা ইস্টের Ten BKC প্রজেক্টে ফ্ল্যাট কিনলেন তিনি৷ রিয়েল এস্টেট ডেটাবেস কোম্পানি Zapkey-র থেকে পাওয়া তথ্য অনুসারে এই খবর সামনে এসেছে৷
advertisement
2/7
তিনি যে অ্যাপার্টমেন্টটি কিনছেন তার সাইজটি ১,১১০ স্কোয়ারফিট৷ এই ডিলটি সই হয়েছে ২০২৪-র ৭ জানুয়ারি৷ জয়সওয়াল নিজেই এই ডিলটি সাইন করেছেন৷ Photo- Representative
advertisement
3/7
আদানি রিয়েলিটির যারা এই প্রজেক্টের বিল্ডার তারা অবশ্য এই ডিল নিয়ে কোনওরকম মুখ খুলতে নারাজ৷ এই প্রজেক্টটি নিয়ে অবশ্য বেশ ডামাডোল রয়েছে৷ আগে এই প্রজেক্টটি রেডিয়াস এস্টেট অস্বচ্ছ্বতার কারণে সরে যায়৷
advertisement
4/7
এরপরে আদানি রিয়েলিটি এই প্রজেক্টটি নিজেদের আয়ত্তে নিয়ে নেয়৷ ব্রোকারের সূত্রে খবর এই প্রজেক্টের কাজ শেষ হবে এই বছরের শেষে এবং মালিকরা সেই সময়েই পজেশন পেয়ে যাবেন৷
advertisement
5/7
Ten BKC -র এই রেসিডেন্সিয়াল প্রজেক্টটি ২০১৬ তে লঞ্চ হয়েছে৷ এখানে দুই , তিন, এবং চার বিএইচকে অ্যাপার্টমেন্ট রয়েছে৷ যশস্বী জয়সওয়ালের ৪৮,০০০ স্কোয়ার ফুট সাইজের প্রপার্টি নিয়েছেন৷
advertisement
6/7
একেবারে খড়কুটো থেকে শুরু করে বড়লোক হওয়ার যাত্রাপথে অফিসিয়ালি পা রাখলেন তরুণ -তুর্কি৷ এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেন আইপিএলের জন্য৷
advertisement
7/7
অন্যদিকে জাতীয় দলের হয়েও তিনি নিয়মিত খেলছেন এবং পারফরম্যান্স করছেন৷ ফলে এই পথে ওঠার সব শুরুতে রয়েছেন যশস্বী জয়সওয়াল৷ এই মুম্বইয়ের পাশাপাশি আরও অনেক জায়গায় পছন্দমতো প্রপার্টি কিনতে পারবেন তিনি৷