IPL 2022: দেশকে বিশ্বকাপ জেতালেও আইপিএলে বসে বসেই কেটে যাচ্ছে এই পাঁচ তারকার
- Published by:Suman Majumder
Last Updated:
Ipl 2022: দেশকে বিশ্বকাপ জিতিয়েও আইপিএলে বেঞ্চে বসেই কেটে গেল এই তারকাদের।
advertisement
1/6

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। তবুও আইপিএলে বেঞ্চে বসেই কেটে যাচ্ছে তাঁদের। আয়ূশ বাদোনি, উমরান মালিক, জীতেশ শর্মারা খেলার সুযোগ পেয়েছেন। তবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলা অনেক তারকা আইপিএলে এখনও খেলার সুযোগ পাননি।
advertisement
2/6
ইয়াশ ধুলের মতো তারকা আইপিএল ২০২২-এ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাজয়ী অধিনায়ক তিনি। যুব বিশ্বকাপে চার ম্যাচে খেলে ২২৯ রান করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছিল।
advertisement
3/6
রাজ্যবর্ধন হ্যাঙ্গরগেকরের ভারতের অনূ্ধ্ব-১৯ দলের বিশ্বকাজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। টুর্নামেন্টে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল।
advertisement
4/6
২৫২ রান, সঙ্গে ৯ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাণ্ডব করেছিলেন রাজ বাবা। ২০ লাখ টাকায় এই অলরাউন্ডারকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। তবে আইপিএল ২০২২-এ তাঁকে মাত্র দুটি ম্যাচে খেলিয়েছে তারা। একটি ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। আরেকটি ১১ রান করেছিলেন।
advertisement
5/6
অনীশ্বর গৌতমকে আরসিবি দলে নিয়েছিল ২০ লাখ টাকায়। বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিল গৌতম। আইপিএল ২০২২-এ বেঞ্চে বসেই কেটে গেল অনীশ্বরের।
advertisement
6/6
ভিকি ওস্তওয়াল বাঁ-হাতি স্পিনার। অনূ্র্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ১২টি উইকেট নেন তিনি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। অক্ষর প্যাটেলের বদলে তাঁকে একটি ম্যাচেও খেলায়নি দিল্লি।