WTC Final Scenario: টেস্ট বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা! স্বপ্নভঙ্গ হবে অস্ট্রেলিয়ার? কী বলছে অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার। কিন্তু অঙ্ক বলছে অন্য কথা। ফাইনাল হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকার।
advertisement
1/6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। WTC টেবিলে নিজেদে শীর্ষস্থানও হারিয়েছিল ভারতীয় দল।
advertisement
2/6
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে ২৯৫ রানের ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ফের একবার শীর্ষস্থান দখল করেছে ভারতীয় দল। যদিও ভারতের ফাইনালের টিকিট পাকা করার পথ খুব একটা সহজ নয়।
advertisement
3/6
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম টেস্ট হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। অপরদিকে, শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে কাজ কঠিন করেছে। শেষ ৩টি টেস্টের সবকটি জিতলে আশা থাকবে লঙ্কানদের। তবে একটি দক্ষিণ আফ্রিকা ও ২টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে।
advertisement
4/6
ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বজায় রাখতে পারে তাহলে ফাইনালের টিকিট নিয়ে কোনও চিন্তা থাকবে না। ভারত যদি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ ব্যবধানে পরাজিত করে, তবে রোহিতরা সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে।
advertisement
5/6
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার। কিন্তু অঙ্ক বলছে অন্য কথা। কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে দুরমুশ করে তাহলে তাহলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকাও ফাইনাল হতে পারে।
advertisement
6/6
ভারত ২-২ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি ড্র করেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে এবং শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।