WTC Final Scenario: টেস্ট বিশ্বকাপের ফাইনালে পাকা একটি দল! ভারতের কী হল? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario South Africa On Top India And Australia Fighting For Final: অজিদের পয়লা নাম্বারে থাকা ২৪ ঘণ্টাও স্থায়ী হল না। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে নেমে এল অজিরা। তৃতীয় স্থানে ভারত।
advertisement
1/7

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তালিকায় শীর্ষস্থান হারায় ভারত। নেমে আসে সোজা তৃতীয় স্থানে। প্রথম স্থান দখল করে অস্ট্রেলিয়া।
advertisement
2/7
কিন্তু অজিদের পয়লা নাম্বারে থাকা ২৪ ঘণ্টাও স্থায়ী হল না। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে নেমে এল অজিরা।
advertisement
3/7
শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে WTC ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল প্রোটিয়ারা। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্ট রয়েছে টেম্বা বাভুমাদের।
advertisement
4/7
পাকিস্তানের বিরুদ্ধে ১-০ ব্যবধানে সিরিজ জিতলেই ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। আর ২-০ ব্যবধানে জিতলে শীর্ষে থেকে ফাইনালে যাবে প্রোটিয়ারা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে এই কাজ খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
5/7
দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের চাপ অনেকটাই বেড়ে গেল। এখন যা পরিস্থিতি ভারতের আর কোনও ম্যাচ হারলে চলবে না। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে ভারত সরাসরি পৌছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
advertisement
6/7
ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতলেও ফাইনালে যেতে কোনও সমস্যা হবে না। এই দুই ক্ষেত্রেই ফাইনাল হতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে সিরিজে যদি আর ২-২ বা ৩-২ হয় সেক্ষেত্রে সমস্যা পড়বে ভারতীয় দল। তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে অজিরা জিতলে ফাইনাল হবে প্রোটিয়া ও ব্যাগি গ্রিনদের মধ্যে।
advertisement
7/7
ভারতের সিরিজ যদি ২-২ ড্র হয় তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দিকে। তখন দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সিরিজ ড্র হতে হবে ও শ্রীলঙ্কার জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যা হওয়ার সম্ভাবনা কম।