WTC Final Scenario: দ্বিতীয় টেস্ট হারের পরই আরও বড় ধাক্কা খেল ভারত! স্বপ্নভঙ্গ হতে পারে রোহিত-কোহলিদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario: পারথে যে স্বপ্নের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারতীয় দল তা অ্যাডিলেডে ধরে রাখতে পারল না টিম ইন্ডিয়া। দিন রাতের টেস্টে শুধু হার নয়, আরও বড় ধাক্কা খেতে হল ভারত।
advertisement
1/6

পারথে যে স্বপ্নের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারতীয় দল তা অ্যাডিলেডে ধরে রাখতে পারল না টিম ইন্ডিয়া। ১০ উইকেটে লজ্জার হারের স্বাদ পেল ভারতীয় দল।
advertisement
2/6
দিন রাতের টেস্টে শুধু হার নয়, আরও বড় ধাক্কা খেতে হল ভারতীয় ক্রিকেট দল। এই হারের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারাল টিম ইন্ডিয়া।
advertisement
3/6
পারথে জয়ের ফলে WTC টেবিলে শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। কিন্তু অ্যাডিলেডের হারের ফলে প্রথম দুইয়ের বাইরে চলে গেল ভারত। নেমে এল তৃতীয় স্থানে।
advertisement
4/6
বর্তমানে ১৪ ম্যাচে ৯ জয় ৪ হার ১ ড্র, ৬০.৭১ শতাংশ জয় নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫ জয়, ৩ ড্র, ১ হার, ৫৯.২৬ শতাংশ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
advertisement
5/6
শেষ ৫ টেস্টে চার হারের খেসারত দিয়ে তৃতীয় স্থানে ভারতীয় দল। ১৬ ম্যাচে ৯ জয়, ৬ হার, ১ ড্র, ৫৭.২৯ জয়ের শতাংশ ভারতের। ফলে ফাইনালে ওঠার দৌড় অনেকটাই কঠিন হল ভারতের।
advertisement
6/6
শেষ ৩টি টেস্ট ম্যাচে কোনও ম্যাচ হারা চলবে না ভারতের। ৩টির মধ্যে ৩টি জিতলে সবথেকে ভাল, আর তা নাহলে ২টি জয় ও একটি ম্যাচ ড্র করত হবে ভারতকে ফাইনালের টিকিটের জন্য।