WTC Final Scenario: টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার আশা শেষ ভারতের! কী বলছে অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। শীর্ষস্থান খুইয়ে সোজা তিন নম্বরে চলে এসেছে রোহিত-বিরাটরা।
advertisement
1/6

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। শীর্ষস্থান খুইয়ে সোজা তিন নম্বরে চলে এসেছে রোহিত-বিরাটরা।
advertisement
2/6
বর্তমানে ১৪ ম্যাচে ৯ জয় ৪ হার ১ ড্র, ৬০.৭১ শতাংশ জয় নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫ জয়, ৩ ড্র, ১ হার, ৫৯.২৬ শতাংশ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
advertisement
3/6
শেষ ৫ টেস্টে চার হারের খেসারত দিয়ে তৃতীয় স্থানে ভারতীয় দল। ১৬ ম্যাচে ৯ জয়, ৬ হার, ১ ড্র, ৫৭.২৯ জয়ের শতাংশ ভারতের। ফলে ফাইনালে ওঠার দৌড় অনেকটাই কঠিন হল ভারতের।
advertisement
4/6
এখান থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে হলে কী অঙ্ক রয়েছে? তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। ফাইনাল খেলার স্বপ্ন সফল করতে হলে ভারতের আর কোনও ম্যাচ হারা চলবে না।
advertisement
5/6
ভারতের হাতে বাকি রয়েছে মাত্র ৩টি ম্যাচ। এই ৩টি ম্যাচের ২টি জিততেই হবে ভারতীয় দলকে। সবকটি ম্যাচ জিতলে সরাসরি চলে যাবে ফাইনালে। আর ২টি জয় ও একটি ড্র করলেও আশা থাকবে ভারতের।
advertisement
6/6
৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও ক্ষীণ আশা থাকবে। তবে অঙ্কটা খুবই জটিল। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচগুলির দিকে। সব মিলিয়ে বাকি ৩টি টেস্ট অ্যসিড টেস্ট।