WTC Final 2023, IND vs AUS: রাহানের ক্যামব্যাক দেখে নস্টালজিক সৌরভ! 'জিঙ্কস'-কে নিয়ে বড় মন্তব্য করলেন দাদা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের বিপদের সময় ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন অজিঙ্কে রাহানে। দেড় বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরে নিজের কামব্যাক স্মরণীয় করে রাখলেন 'জিঙ্কস'। রাহানেকে নিয়ে বড় মন্তব্য সৌরভের।
advertisement
1/5

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের বিপদের সময় ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন অজিঙ্কে রাহানে। দেড় বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরে নিজের কামব্যাক স্মরণীয় করে রাখলেন 'জিঙ্কস'। ৫০০০ টেস্ট রানের মাইলস্টোনও পেরিয়েছেন রাহানে।
advertisement
2/5
২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই দলের বাইরে ছিলেন রাহানে। সেই সময় টানা অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর শুরু হয় রাহানের কামব্যাকের লড়াই। অনুশীলনের কঠোর পরিশ্রম করেন। রান করেন ঘোরায় ক্রিকেট ও আইপিএলে।
advertisement
3/5
তারপরই টেস্ট চ্যান্পিয়নশিপের দলের জন্য ডাক পান রাহানে। একপ্রকার শেষ সুযোগ ছিল রাহানের সামনে। যেখানে দলের প্রথম সারির সব ব্যাটারা ফিরে গিয়েছেন সেখানে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন রাহানে। জিঙ্কসের এমন ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
4/5
ব্রডকাস্টারের সঙ্গে কথা বলার সময় সৌরভ বলেন,'রাহানে ১৮ মাস ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসা এবং ভালো করা সহজ নয়। আমি এটা সন্ত্রস্ত মনে হয়। অতীতে অনেক প্রত্যাবর্তন হয়েছে কিন্তু এত দীর্ঘ সময়ের পরে এমন প্রত্যাবর্তন কখনও হয়নি।'
advertisement
5/5
এছাড়াও অজিঙ্কে রাহানে প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,‘একদিন থেকে লাগাতা উইকেট পড়লেও রাহানে যে ইনিংস খেলেছে তার জন্য তিনি গর্বিত। অজিঙ্কা রাহানে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার সাহস আছে, সে জানে কীভাবে লড়াইয়ে ফিরে আসতে হয়।’