WTC Final 2023, IND vs AUS: ব্র্যাডম্যান ও বর্ডারের সঙ্গে একই আসনে শার্দুল! কী এমন করলেন টিম ইন্ডিয়ার 'লর্ড'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: অজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের লড়াকু ব্যাটিংয়ে ভর করে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সম্মানজনক স্কোর করেছে ভারত। এদিন ৫১ রানের ইনিংস খেলে অনন্য রেকর্ড গড়েছেন শার্দুল ঠাকুর।
advertisement
1/6

অজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের লড়াকু ব্যাটিংয়ে ভর করে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সম্মানজনক স্কোর করেছে ভারত।
advertisement
2/6
রাহানের ৮৯ রানের ইনিংসের পাশাপাশি শার্দুল ঠাকুর করেন ৫১ রান। প্রথম ইনিংসে বোলিংয়েও ওয়ার্নার ও স্মিথের বড় উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।
advertisement
3/6
ভারতে বিপদের সময় বারবার ত্রাতা হচ্ছেন শার্দুল। সেই কারণে তাঁকে ডাকা হয় লর্ড শার্দুল বলে। তবে এদিন ৫১ রানের ইনিংস খেলে অনন্য রেকর্ড গড়লেন তিনি।
advertisement
4/6
এটি শার্দুল ঠাকুরের টেস্টে চতুর্থ অর্ধশতরান। তারমধ্যে ৩টি অর্ধশতরান এসেছে ওভালের মাঠে। তাও আবার পরপর। এই মাঠে টানা ৩ অর্ধশতরান রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারের।
advertisement
5/6
ওভালে টানা তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান ১৯৩০ থেকে ১৯৩৪ এবং বর্ডার ১৯৮৫থেকে ১৯৮৯। শুক্রবার অর্ধশতরান করে দুই কিংবদন্তিকে স্পর্শ করলেন শার্দুল ২০২১ থেকে ২০২৩।
advertisement
6/6
২ বছর আগে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসেই ৫৭ ও ৭২ রান করেছিলেন শার্দুল ঠাকুর। আর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে করলেন ৫১ রান। নাম তুললেন ইতিহাসের পাতায়।