WTC Final 2023, IND vs AUS: লন্ডনে শক্তি আরও বাড়ল টিম ইন্ডিয়ার, এবার লক্ষ্য শুধুই অজি বধের মাস্টারপ্ল্যান তৈরি করা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অনুশীলন শিবিরে বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা আগেই যোগ দিয়েছিলেন। জোর কদমে চলছে অনুশীলনও। এবার বাকি প্লেয়াররাও যোগ দিল দলের সঙ্গে।
advertisement
1/7

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অনুশীলন শিবিরে বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা আগেই যোগ দিয়েছিলেন। জোর কদমে চলছে অনুশীলনও।
advertisement
2/7
তবে আইপিএব প্লে অফ বা ফাইনালে খেলা যে সকল ক্রিকেটাররা টেস্ট স্কোয়াডে রয়েছে তাদের অপেক্ষায় ছিল দল। এবার আইপিএল শেষ হতেই তারাও পৌছে গেল লাল বলের ক্রিকেটের মহড়ায়
advertisement
3/7
বৃহস্পতিবার জাতীয় দলের সঙ্গে যোগ দেন আইপিএলে ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা। আইপিএলের ধকল, বিমান সফরের ধকলের পরও ক্যাম্পে জাড্ডুকে ফুরফুরে মেজাজেই পাওয়া গিয়েছে।
advertisement
4/7
আইপিএলের স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন শুভমান গিল। হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দলের ওপেনিংয়ে ভরসা। অনুশীলনে যোগ দিয়েই সেই কাজ শুরু করে দিয়েছেন গিল।
advertisement
5/7
দীর্ঘ দিন ভারতীয় টেস্ট দল থেকে বাইরে ছিলেন অজিঙ্কে রাহানে। ঘরোয়া ক্রিকেট ও আইপিলে ভালো পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরেছেন তিনি। এবার লাল বলের ক্রিকেটে ফের একবার নিজেকে প্রমাণ করার লড়াই অজিঙ্কে রাহানের সামনে।
advertisement
6/7
ভারতীয় দলের প্রধান দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে দলে রয়েছন সূর্যকুমার যাদব। তিনিও গিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন। বলাই চলে গোটা টিম পৌছে গিয়েছে লন্ডনে। পূর্ণ শক্তি পেয়ে গিয়েছে ভারতীয় দল। এবার শুধু সামনেই লড়াই জয়কে পাখির চোখ করে এগিয়ে যাওয়াষ
advertisement
7/7
প্রসঙ্গত, আগামি ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই সারছে অনুশীলন। রুদ্ধশ্বাস ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।