WTC Final 2023, IND vs AUS: চিনে নিন ক্যামেরন গ্রিনের এভারগ্রিন বান্ধবী, রূপের আগুেন ঘুম উড়বে আপনারও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মাঝে- তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার আগ্রহ কম নয় ফ্যানেদের। তেমন একজন তারকা ক্রিকেটার হলেন ক্যামেরন গ্রিন। বর্তমানে অজি তারকা অলরাউন্ডার প্রেম করছেন এমিলি রেডউডের সঙ্গে।
advertisement
1/7

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মাঝে- তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার আগ্রহ কম নয় ফ্যানেদের।
advertisement
2/7
তেমন একজন তারকা ক্রিকেটার হলেন ক্যামেরন গ্রিন। বর্তমানে অজি তারকা অলরাউন্ডার প্রেম করছেন এমিলি রেডউডের সঙ্গে।
advertisement
3/7
১৯৯৯ সালের ৩ জুন পারথে জন্মগ্রহণ করেন ক্যামেরন গ্রিনের বান্ধবী এমিলি রেডউড। তিনি পেশায় একজন পুষ্টিবিদ।
advertisement
4/7
এমিলি রেডউড ও ক্যামেরন গ্রিন দীর্ঘ দিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাদের প্রেমের কথা সকলেরই জানা। একসঙ্গে তাদের দেখাও যায়।
advertisement
5/7
ক্যামেরন গ্রিনের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন এমিলি। তা সে দেশের মাঠে হোক আর দেশের বাইরে, গ্রিনের সঙ্গী হিসেবে থাকেন এমিলি।
advertisement
6/7
একসঙ্গে ট্রাভেল করতে খুবই পছন্দ করেন গ্রিন ও এমিলি। বাইরে ঘুরতে গিয়ে একাধিকবার রোমান্টিক মুডেও ধরা দিয়েছেন এই জুটি
advertisement
7/7
এখনও বিয়ে না করলেও খুব শীঘ্রই জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করবেন গ্রিন। অজি তারকা ও তাঁর বান্ধবীর জুটিকে সকলেই খুব পছন্দও করেন।