WTC Final 2023, IND vs AUS: টেস্টে বিশ্বজয় এখনও সম্ভব ভারতের! চতুর্থ দিনের সকাল ঠিক করবে ম্যাচের ভাগ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের শেষে কঠিন লড়াই হলেও কিছুটা আশার আলো জাগিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ১২৩ রানে চার উইকেট পড়ে গিয়েছে। চতুর্থ দিনে তাড়াতাড়ি অজিদের অলআউট করতে পারলে একটা সুযোগ থাকবে ভারতের সামনে।
advertisement
1/7

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের শেষে কঠিন লড়াই হলেও কিছুটা আশার আলো জাগিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ১২৩ রানে চার উইকেট পড়ে গিয়েছে। চতুর্থ দিনে তাড়াতাড়ি অজিদের অলআউট করতে পারলে একটা সুযোগ থাকবে ভারতের সামনে।
advertisement
2/7
ভারতের ১৫১ রানে ৫ উইকেট থেকে শুরু হয় তৃতীয় দিনের খেলা শুরু হয়। দিনের শুরুতেই আউট হন কেএস ভরত। এরপর অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুর ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যান দুজন। ভারতীয় দলে নিজের কামব্যাক ইনিংসে অনবদ্য ব্যাটিং করেন অজিঙ্কে রাহানে। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে ভারতে স্কোর ছিল ২৬০ রানে ৯ উইকেট।
advertisement
3/7
মধ্যাহ্ন বিরতির পর ফের ঠান্ডা মাথা শুরু করেন রাহানে ও শার্দুল। কিন্তু প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে গালি ও পয়েন্টর মাঝ দিয়ে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে দিয়ে বসেন অজিঙ্কে রাহানে। রাহানের বিদ্যুৎ গতির শট শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য বাজপাখির মত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ৮৯ রানে আউট হন রাহানে।
advertisement
4/7
এরপর শার্দুল একার হাতে কিছুটা টেনে নিয়ে যান দলকে। নিজের অর্ধশতরানও পূরণ করেন শার্দুল ঠাকুর। কিন্তু অপরদিক থেকে ভারতীয় টেলেন্ডাররা ওভালের উইকেটে অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫১ রানে আউট হন শার্দুল ঠাকুর। তারপর আর বেশদূর এগোয়নি ভারতীয় ইনিংস। ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।
advertisement
5/7
প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল বড় লিড পায় ব্যাগিন গ্রিনরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন ওয়ার্নার। চা বিরতিতে ২৩ রানে ১ উইকেট ছিল ব্যাগি গ্রিনরা। ১৩ রানে অপরাজিত ছিলেন খোয়াজা ও ৮ রানে লাবুশানে।
advertisement
6/7
এরপর একদিক থেকে লাবুশানে দাঁড়িয়ে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। খোয়াজা ১৩, স্মিথ ৩৪ ও ট্রেভিস হেড ১৮ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৩ রানে ৪ উইকেট। লাবুশানে ৪১ ও গ্রিন ৭ রানে অপরাজিত। জাদেজা ২টি ও উমেশ এবং সিরাজ ১টি করে উইকেট নেন।
advertisement
7/7
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের লিড নিয়ে ২৯৬ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিনের সকালে ৩৫০ থেকে ৪০০ মধ্যে রানের টার্গেটের মধ্যে অলআউট করতে পারলে ভারত একটা সুযোগ নিতে পারবে। সেই কথা জানিয়েছেন রাহানেও। চতুর্থ দিনে যেন কম রানের মধ্যে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস, সেই প্রার্থনাই করছেন ফ্যানেরা।