WTC Final 2023, IND vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন হারল ভারত, সামনে এল ৫ কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: লড়াইয়ের কথা শুধু মুখেই। কাজের বেলায় কিছুই নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৩ অস্ট্রেলিয়া। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার হার ভারতীয় দলের।
advertisement
1/6

গতবার হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবার হারতে হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারের মুখ দেখতে হল ভারতকে। ওভালে ২০৯ রানে লজ্জার হার রোহিত শর্মার দলের।
advertisement
2/6
আরও একবার আইসিসি ইভেন্টের ফাইনালে হার ভারতের। টিম ইন্ডিয়ার হারের পোস্টমর্টেম করতে গিয়ে মূলত ৫টি কারণ উঠে আসছে। তারমধ্যে প্রধান কারণ হল প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখা। অশ্বিন বর্তমানে বিশ্বের এক নম্বর স্পিনার। যেখানে সফল হলেন ন্যাথান লায়ন, সেখানে অশ্বিন খেললে ভারতের বোলিং বৈচিত্র আরও বাড়ত।
advertisement
3/6
ভারতের তারকা খোচিত ব্যাটিং লাইনের টপ অর্ডারের ব্যর্থতা ভারতের হারের অন্যতম কারণ। ওপেনিং জুটি দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের আউট নিয়ে বিতর্ক থাকলেও হারের দায় নিতেই হবে ভারতের টপ অর্ডারকে।
advertisement
4/6
মিডল অর্ডারে চেতেশ্বর পুজারার ব্যর্থতা ভারতের হারের অন্যতম কারণ। কাউন্টি ক্রিকেটে সফল হওয়ায় মনে করা হয়েছিল ইংল্যান্ডের উইকেটে দলকে মিডল অর্ডারে ভরসা দেবেন পুজারা। কিন্তু দুই ইনিংসেই তিনি বড় রান করতে ব্যর্থ।
advertisement
5/6
অফ স্টাম্পের বাইরের বলে বিদেশের উইকেটে সমস্যা ভারতীয় ব্যাটারদের দীর্ঘ দিনের। সেই সমস্যা যে ভারতীয় ব্যাটাররা এখনও পরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তা ওভালে প্রমাণ হয়ে গেল। বেশির ভাগ উইকেট পড়ল সেইভাবেই।
advertisement
6/6
রোহিত শর্মার অধিনায়কত্বও এই ম্যাচে তেমন দাগ কাটতে পারেনি। প্রথমত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত কেন নিলেন রোহিত শর্মা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া রোহিতকে আরও বেশি আক্রমণাত্মক হওয়া উচিৎ ছিল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।