TRENDING:

WTC Final: সামনেই টেস্ট বিশ্বকাপের ফাইনাল, আর কটি ম্যাচ জিতলে ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া

Last Updated:
WTC Final 2023-25 Team India: আগামী ১০টি টেস্ট ম্যাচের উপরই নির্ভর করবে ভারতের আগামী আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওঠার ভাগ্য। প্রথম ২ বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার ট্রফির জিততে মরিয়া রোহিত শর্মা অ্যান্ড কোং।
advertisement
1/6
আর কটি ম্যাচ জিতলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া? রইল সেই হিসেব
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে ভারতীয় দল। ১১২ দিনে ১০টি টেস্ট ম্যাচ খেলতে হলে টিম ইন্ডিয়াকে। বাংলাদেশের বিরুদ্ধে ২টি (হোম সিরিজ), নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি(হোম সিরিজ), অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৫টি টেস্ট খেলবে রোহিত-বিরাটরা।
advertisement
2/6
এই ১০টি টেস্ট ম্যাচের উপরই নির্ভর করবে ভারতের আগামী আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওঠার ভাগ্য। প্রথম ২ বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার ট্রফির জিততে মরিয়া রোহিত শর্মা অ্যান্ড কোং।
advertisement
3/6
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পয়েন্ট টেবিলে বর্তমানে ভারতের পয়েন্টের শতাংশ ৬৮.৫২। প্রথন স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। প্রশ্ন হচ্ছে ভারতীয় দলকে আর কটা ম্যাচ জিততে হবে ফাইনালে জায়গা পাকা করার জন্য?
advertisement
4/6
১০টির মধ্যে অন্তত সাতটি টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতাংশ ৬৮.৫২ থাকবে। সে ক্ষেত্রে তাদের ফাইনাল খেলা নিশ্চিত। তবে তা যদি সম্ভব না হয়, জয়ের শতাংশ ৬০-এর উপরে রাখলেও ফাইনালের টিকিট প্রথম বা দ্বিতীয় স্থানে থেকে পাকা হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতকে অন্তত পাঁচটি টেস্টে জয় একটি টেস্ট ড্র করতে হবে।
advertisement
5/6
এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনাও প্রবল। প্যাট কামিন্সদের চারটি টেস্টে জয় বা তিনটি জয় ও একটি ড্র দরকার। নিউ জ়িল্যান্ডকে বাকি আটটি টেস্টের মধ্যে ছ’টিতে জয় বা পাঁচটি জয় ও একটি ড্র দরকার। তাহলে ব্যাগি গ্রিন ও ব্ল্যাক ক্যাপসরাও ফাইনালে উঠতে পারে।
advertisement
6/6
তবে ভারতের ক্ষেত্রে সূবর্ণ সুযোগ রয়েছে। কারণ বাকি ১০টি টেস্টের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ২ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ঘরের মাঠে খেলবে ভারত। আর বিগত দুবার অজি সফরেও গিয়েও সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ফলে ১০টির মধ্যে ৬-৭টা টেস্ট জিততে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় রোহিতদের।
বাংলা খবর/ছবি/খেলা/
WTC Final: সামনেই টেস্ট বিশ্বকাপের ফাইনাল, আর কটি ম্যাচ জিতলে ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল