TRENDING:

বাবার স্বপ্নপূরণের জেদ, অভাব-চোট সহ শত বাধার পর সাফল্য, সাইকা ইশাকের জীবন সত্যিই অনুপ্রেরণার

Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্সের লাগাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বঙ্গ তনয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচে ৯টি উইকেটে নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী সাইকা ইশাক। তাঁর জীবন সংগ্রাম সত্যিই অনুপ্রণের।
advertisement
1/8
বাবার স্বপ্নপূরণের জেদ,অভাব-চোট শত বাধার পর সাফল্য,সাইকা ইশাকের জীবন অনুপ্রেরণার
উইমেন্স প্রিমিয়ার লিগে অনবদ্য পারফর্ম করে নজর কেড়েছে বাংলার বাঁ হাতি স্পিনার সাইরা ইশাক। প্রথম ৩ ম্যচে ৯ উইকেট নিয়েছেন তিনি। মহিলা আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ইতিমধ্যেই তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় দলের দরজাতেও কড়া নাড়ছেন তিনি।
advertisement
2/8
তবে এই সাফল্য এত সহজে আসেনি সাইকার। জীবনযুদ্ধে লড়াই থেকে শুরু করে ক্রিকেট কেরিয়ারে চোটের সঙ্গে যুদ্ধ সবকিছুই করতে হয়েছে বছর ২৭-এর সাইকাকে। পার্ক সার্কাসের সাইকার বাবার স্বপ্ন ছিল মেয়ে ক্রিকেটার হোক। সেই কারণেই সাইকা ইশাকের ক্রিকেট খেলা শুরু।
advertisement
3/8
প্রথমে সাইকা যে ক্রিকেটার হবেন তেমন কোনও জেদ ছিল না। কিন্তু ছোট বেলাতেই বাবাকে হারানোর পর সাইকার জেদ ধরে নান বাবার স্বপ্ন তাকে পূরণ করতেই। সাইকারা ৩ ভাই-বোন। বাবা প্রয়াত হওয়ার পর মায়ের উপর গোটা সংসারের দায়িত্ব। অভাবের সংসারেও বাবার ইচ্ছেপূরণের সংকল্প কখনও ত্যাগ করেননি সাইকা।
advertisement
4/8
ধীরে ধীারে ক্রিকেটে নিজের প্রতিভা বিকশিত করেন সাইকা। ক্লাব ক্রিকেটে ভালো পারফর্ম করার পর জায়াগা করে নেন তিনি। একসময় ক্রিকেটের কিট ব্যাগ ছিল না সাইকার। সেই সময় ঝুলন গোস্বামী সাইকাকে প্রথম কিট ব্যাগ কিনে দিয়েছিলে। ঝুলুদির অবদানের কথা কোনও দিন ভুলবেন নাবলেও জানিয়েছেন সাইকা।
advertisement
5/8
ক্রিকেটে বাংলা দলে জায়গা পান সাইকা। মেয়েদের মিনি আইপিএল অর্থাৎ চ্যালেঞ্জার্সেও খেলেছিলেন। তবে সমস্যা একেবারে শেষ হয়নি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা শুরু করলেও চোটের কারণে বাইরে চলে যেতে হয় তাকে। দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন সাইকা। তবে হাল ছাড়েননি। কামব্যাক করার জন্য দিন-রাত এক করে খেটে গিয়েছেন।
advertisement
6/8
তবে ক্রিকেটে ফিরে ধীরে ধীরে ছন্দ ফিরে পান সাইকাষ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে তিনি দল পাবেন বলে আশাবাদী ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে বেস প্রাইসে নিয়েছিল। ঝুলন গোস্বামী আগে থেকেই চিনতেন, আর আস্থা রেখেছেন হরমনপ্রীত কউরও। আর প্রথম তিন ম্যাচেই পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন বাংলার সাইকা।
advertisement
7/8
আইপিএলে কলকাতার দল না থাকলেও বাংলার মান-সম্মান রক্ষার দায়িত্ব যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছে সাইকা ইশাক। তার বাঁ-হাতি স্পিনের ভেলকিতে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচেই কুপকাত হয়েছে দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যাটার। বেগুনী টুপিও তার দখলে।
advertisement
8/8
প্রসঙ্গত, মহিলা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সাইকা ইশাক। পরের ম্যাচে নিয়েছিলেন দুটি উইকেট। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলার বাঁ হাতি স্পিনার। আইপিএল অেক ক্রিকেটাররের ভারতীয় দলের দরজা খুলে দিয়েছে। নিজের পারফরম্যান্স ধরে রেখে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় সাইকা।
বাংলা খবর/ছবি/খেলা/
বাবার স্বপ্নপূরণের জেদ, অভাব-চোট সহ শত বাধার পর সাফল্য, সাইকা ইশাকের জীবন সত্যিই অনুপ্রেরণার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল