এক্লিস্টোন ও দীপ্তির বোলিংয়ে বেসামাল আরসিবির, একা লড়াই করলেন পেরি, ইউপির টার্গেট ১৩৯
- Published by:Sudip Paul
Last Updated:
উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত বোলিং করল ইউপি ওয়ারিয়র্স। টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে ছন্দহীন আরসিবি। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারল না স্মৃতি মন্ধনার দল। ১৩৮ রানে অলআউট হয়ে গেল ব্যাঙ্গালোর।
advertisement
1/6

উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত বোলিং করল ইউপি ওয়ারিয়র্স। টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে ছন্দহীন আরসিবি। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারল না স্মৃতি মন্ধনার দল। ১৩৮ রানে অলআউট হয়ে গেল ব্যাঙ্গালোর।
advertisement
2/6
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। এদিনও বড় স্কোর করতে পারেননি স্মৃতি। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ইনিংস কিছুটা ধরেন সোফি ডিভাইন ও এলিস পেরি। যখন বড় পার্টনারশিপের ভিত তৈরি হচ্ছিল তখন ব্যক্তিগত ৩৬ রানে সাজঘরে ফেরেন ডিভাইন।
advertisement
3/6
এরপর একদিক থেকে লড়াই চালিয়ে যান অজি তারকা অলরাউন্ডার এলিস পেরি। চাপের মুহূর্তে লড়াকু ইনিংস খেলেন পেরি। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ৩৯ বলে ৫২ রান করে পেরি আউট হন। তিনি ৬টি চার ও একটি ছয় মারেন পেরি।
advertisement
4/6
এলিস পেরি ফেরার পর আর কোনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বড় রান পাননি। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট পড়তে থাকে। হেজার নাইট ও এরিস বার্নস শুরুটা ভালো করলেও ক্রিজে টিকতে পারেননি।
advertisement
5/6
আর কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি ব্যাঙ্গালোরের। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১৩৮ রানে অলআউট হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিস পেরির ৫২ ও সোফি ডিভাইনের ৩৬ রান ছাড়া কোনও আরসিবির ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
advertisement
6/6
ইউপি ওয়ারিয়র্সের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন সোফি এক্লিস্টোন ও দীপ্তি শর্মা। সোফি নেন সর্বোচ্চ ৪টি উইকেট ও দীপ্তির শিকার ৩টি উইকেট। এছাড়া ১টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। জয়ের জন্য ইউপির টার্গেট ১৩৯ রান।