TRENDING:

WPL 2023: দ্বিতীয় লেগে গুজরাটের বদলার ম্যাচ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

Last Updated:
WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস ম্যাচ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করল মুম্বই। সর্বোচ্চ ৫১ রান করেন হরমনপ্রীত কউর।
advertisement
1/6
ফের বিধ্বংসী হরমনপ্রীত কউর, গুজরাটকে ১৬৩ রানের টার্গেট দিল মুম্বই
গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে প্রথম লেগের খেলায় ২০৭ রানের বিশাল স্কোর করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু দ্বিতীয় লেগের খেলায় প্রথম ম্যাচের তুলনায় মুম্বইয়ের বিরুদ্ধে অনেকটা ভালো বোলিং করল গুজরাট। ১৬২ রানে আটকে রাখল হরমনপ্রীত কউরের দলকে। এদিন অর্ধশতরানের অধিনায়কোচিত ইনিংস খেলেন এমআই অধিনায়ক।
advertisement
2/6
এদিন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক স্নেহ রানা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। খাতা না খুলেই সাজঘরে ফেরত যান হেইলি ম্যাথিউজ। এরপর ইনিংসের রাশ ধরেন যস্তিকা ভাটিয়া ও ন্যাট স্কিভার ব্রান্ট।
advertisement
3/6
দুজনেই বেশ কিছু অনবদ্য শট খেলেন। অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন ন্যাট স্কিভার ও যস্তিকা ভাটিয়া। ৭৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৩৬ রান করেল আউট হন ন্যাট স্কিভার। জুটি ভাঙতেই আউট হন যস্তিকাও। দলের ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রানে আউট যস্তিকা ভাটিয়া।
advertisement
4/6
এরপর একদিক থেকে হরমনপ্রীত কউর দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু তাকে কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি। ১৯ রান করে আউট হয়ে যান অ্যামেলিয়া কের। তবে নিজের উইকেট বাঁচিয়ে ব্যাটিং চালিয়ে যান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
advertisement
5/6
একের পর এক মারকাটারি শট খেলেন হরমনপ্রীত কউর। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাচে শেষ ওভারে গিয়ে আউট হন হরমনপ্রীত কউর। ৩০ বলে ৫১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
6/6
এদিন গুজরাট জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অ্যাশলে গার্ডনার। এছাড়া একটি করে উইকেট নেন কিম গার্থ, স্নেহ রানা ও তনুজা কানওয়ার। ১৬২ রান খুব কম না হলেও গুজরাটের ব্যাটাররা একটু ঠিকঠাক ব্যাটিং করলে এই রান তাড়া করা সম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/খেলা/
WPL 2023: দ্বিতীয় লেগে গুজরাটের বদলার ম্যাচ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল