WPL 2023: মহিলা আইপিএল শুরুর তারিখ, মেগা নিলামের দিন ও প্রতিযোগিতার ভেন্যু নিয়ে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: প্রথম মহিলা আইপিএলে যে ৫টি দলের নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। এবা জানা গেল কবে, কোথায় হবে উইমেন্স প্রিমিয়ার লিগ।
advertisement
1/6

প্রথম মহিলা আইপিএলে কোন কোন শহর থেকে দল খেলবে তার নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছে। এবার আরও এক ধাপ এগোল মহিলা আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ। ঘোষণা হয়ে গেল প্রতিযোগিতা শুরু হওয়ার দিন।
advertisement
2/6
মহিলা আইপিএল শুরু হওয়াতে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবা তার শুরু ও শেষের দিন ঘোষণা হওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা।
advertisement
3/6
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়ে দিলেন, মহিলাদের আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল জানিয়ছেন, মহিলাদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে মহিল আইপিএল।
advertisement
4/6
আইপিএল চেযারম্যান বলেছেন,"মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। মুম্বইয়ে হবে গোটা প্রতিযোগিতা।" এছাড়া প্রতিযোগিতাল নিলাম প্রসঙ্গে ধুমল জানিয়েছেন ৩ ফেব্রুয়ারি হতে চলেছে মেগা নিলাম। জানা গিয়েছে প্রথম মহিলা আইপিএলে মোট ২২টি ম্যাচ হবে।
advertisement
5/6
প্রথম মহিলা আইপিএলে যে ৫টি দলের মালিক হয়েছেন তারা হলেন, ১২৮৯ কোটি আহমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। রা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল নিয়েছে ন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড।
advertisement
6/6
এছাড়া ৯০১ কোটি টাকা দিয়ে ব্যাঙ্গালোরের দল কিনেছে আরসিবি। ৮১০ কোটি টাকা টাকায় দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। পঞ্চম দল হিসেবে লখনউকে কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। খরচ করেছে ৭৫৭ কোটি টাকা।