মহিলা আইপিএলে কলকাতার দল না পাওয়া থেকে প্রতিযোগিতার ভবিষ্যৎ, মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly: মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোয় মেতে উঠেথে আপামার বাংলা। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুেল অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই মহিলা আইপিএল নিয়ে মুখ খুললেন সৌরভ।
advertisement
1/6

বর্তমানে ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে অনেক দূরে সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন গতি পেয়েছিল মহিলা আইপিএল হওয়ার স্বপ্ন।
advertisement
2/6
শুধু গতি পাওয়াই নয়, সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন ঘোষণা হয়ে গিয়েছিল ২০২৩ সাল থেকে শুরু হবে মহিলা আইপিএল। সম্পূর্ণ পরিকল্পনাও তৈরি হয়েছিল সেই সময়।
advertisement
3/6
বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্টের পদে নেই। বুধবার মহিলা আইপিএলের দল ঘোষণা হয়েছে। তারপর প্রথম মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
4/6
সরস্বতী পুজোর দিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলে সকাল থেকেই ছিলেন সৌরভ। সেখানেই অঞ্জলি দেন সকলের প্রিয় দাদা। সেখানেই মহিলা আইপিএলের দল ঘোষণাকে স্বাগত জানান সৌরভ।
advertisement
5/6
মহিলা আইপিএল নিয়ে বলেন, একসময় আমিও বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। সবাই মিলে মহিলা আইপিএলের জন্য কাজ করেছি। এখন সেটা শুরু হতে চলেছে। এর থেকে ভালো কিছুই হতে পারে না।
advertisement
6/6
এছাড়া কেকেআরের দল না পাওয়া ও প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে সৌরভ বলেন, কলকাতা বিড করেছিল। দল পায়নি সেটা হতেই পারে। তবে প্রতিযোগিতা ৫ দলে আটকে থাকবে না আরও বাড়বে তখন কলকাতা থেকে দল থাকবে বলে বিশ্বাস করি। সবে তো শুরু। এই মহিলা আইপিএলে ভবিষ্যতে পুরুষদের আইপিএলের মতই বড় হবে।