Yograj Singh : 'আমার মা-বাবার ডিভোর্স হয়ে যাক...', এমন কথা কেন বলেছিলেন যুবরাজ সিং! তাঁর বাবা যোগরাজ সিংয়ের ডিভোর্স-এর পর খারাপ অবস্থা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yograj Singh : যুবরাজের তখন ১৫ বছর বয়স। মা শবনম ও বাবা যোগরাজের তখন প্রবল অশান্তি। পারিবারিক সমস্যা ছোট্ট যুবরাজকে মানসিকভাবে বিধ্বস্ত করত। এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন, আমিই মা-বাবাকে বলেছিলাম তোমাদের বিবাহবিচ্ছেদ হওয়াই ভাল।
advertisement
1/6

বিশ্বকাপজয়ী যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং প্রায়ই বিভিন্ন ক্রিকেট বিষয় এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাঁর বিতর্কিত মতামতের কারণে খবরের শিরোনামে থাকেন। একাধিকবার যোগরাজ তাঁর ছেলে যুবরাজের ক্রিকেট কেরিয়ারের অসন্তোষজনক সমাপ্তির জন্য প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনিকে দায়ী করেছেন।
advertisement
2/6
ব্যক্তিগত জীবনে যোগরাজ সমস্যা জর্জরিত ছিলেন। এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার- কোচ তিনি তাঁর একাকিত্বের সঙ্গে লড়াই সম্পর্কে কথা বলেছেন। এমনকী বলেছেন যে তিনি এখন ‘মৃত্যুর জন্য প্রস্তুত’, কারণ তার জীবন সম্পূর্ণ।
advertisement
3/6
৬২ বছর বয়সী যোগরাজ জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় ধাক্কা তিনি পেয়েছিলেন যখন তার স্ত্রী ও ছেলে যুবরাজ তাঁকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজেকে ‘নির্দোষ’ হিসেবে অভিহিত করে যোগরাজ বলেন, তার পর থেকেই একাকিত্ব তাঁকে গ্রাস করে।
advertisement
4/6
যুবরাজ ছোটবেলায় ক্রিকেট খেলা পছন্দ করতেন না। তিনি স্কেটিং এবং টেনিস খেলতেন, কিন্তু যোগরাজ সিং তার টেনিস খেলা বন্ধ করিয়ে দেন৷ যুবরাজকে ক্রিকেটার বানানোর জন্য তিনি তাঁকে কঠোর প্রশিক্ষণ দিতেন। তবে অনেকেই জানেন না, একটা সময় যুবরাজ চেয়েছিলেন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যাক।
advertisement
5/6
যুবরাজের তখন ১৫ বছর বয়স। মা শবনম ও বাবা যোগরাজের তখন প্রবল অশান্তি। পারিবারিক সমস্যা ছোট্ট যুবরাজকে মানসিকভাবে বিধ্বস্ত করত। এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন, আমিই মা-বাবাকে বলেছিলাম তোমাদের বিবাহবিচ্ছেদ হওয়াই ভাল। এত অশান্তি আমাকে বিধ্বস্ত করছে।
advertisement
6/6
যোগরাজ সিং ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ এবং ৬টি ওডিআই আন্তর্জাতিক খেলেছেন, শৈশব থেকেই যুবরাজ সিংয়ের প্রতি খুব কঠোর ছিলেন৷ যোগরাজ ও যুবরাজ দু’জনেই একাধিক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন। যোগরাজ সিং দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী শবনম কৌর। তাঁদের দুই ছেলে—যুবরাজ ও জোরাবর। শবনম ছিলেন আধুনিক মতাদর্শের। বিয়ের পর যোগরাজ ও শবনমের মধ্যে মতবিরোধ ও ঝগড়া একটা সময় মারধর পর্যন্ত গড়ায়।