Richa Ghosh: বিশ্বকাপজয়ী রিচা ফিরছেন ঘরে, কিন্তু মায়ের হাতের ‘চিলি চিকেন’ এবার নিষেধ ! ডায়েটে থাকা মেয়ের জন্য মায়ের অন্য রান্না
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
বিশ্বকাপ জয়ের গৌরবের সঙ্গে ঘরে ফিরছেন শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ। শহর জুড়ে তাঁর জন্য অপেক্ষা, আর এক মায়ের হৃদয়ে নিঃস্বার্থ ভালবাসার প্রতিফলন— যা জয়ের থেকেও বড় এক অনুভূতি।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মহিলা বিশ্বকাপ জয়ের পর আজ, শুক্রবার নিজের শহরে ফিরছেন বাংলার গর্ব, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। সকালেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি, সেখান থেকে সরাসরি রওনা দেন সুভাষপল্লীর বাড়ির উদ্দেশ্যে। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উদযাপনের প্রস্তুতি, রিচাকে নাগরিক সংবর্ধনা জানাতে এদিন বিকেলে বাঘাযতীন পার্কে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
advertisement
2/5
বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে ঘরে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছে সুভাষপল্লীর বাড়ি। রঙিন আলো, ফেস্টুন আর ব্যানারে ভরে উঠেছে আশপাশ। প্রতিবেশীরাও অপেক্ষায়— “আমাদের রিচা ফিরে আসছে!”—এই উচ্ছ্বাসে মুখর পাড়া।
advertisement
3/5
বাড়ির ভিতরে চলছে আরেক ব্যস্ততা। রান্নাঘরে রিচার মা নিজের হাতে সাজিয়ে তুলছেন মেয়ের পছন্দের খাবারের তালিকা। তবে এবার একটু অন্যরকম। রিচা এখন কড়া ডায়েটে থাকায় মায়ের তৈরি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে না তাঁর। মা তাই তৈরি করছেন হালকা খাবার— পনির, মিক্স ভেজ, শাক, ডাল আর ভাত।
advertisement
4/5
তবু মায়ের মন মানে কোথায় ! রান্নাঘরের এক কোণে কেটে রাখা হয়েছে বিনস, গাজর, আর চিকেনের টুকরো। মেয়ের প্রিয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন তৈরি করা হবে, যদিও রিচা হয়তো এক চামচের বেশি খাবেন না। “শুধু একটু মুখে তুলবে, তাতেই আমি খুশি”— বলছেন রিচার মা হাসতে হাসতে।
advertisement
5/5
বিশ্বকাপ জয়ের গৌরবের সঙ্গে ঘরে ফিরছেন শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ। শহর জুড়ে তাঁর জন্য অপেক্ষা, আর এক মায়ের হৃদয়ে নিঃস্বার্থ ভালবাসার প্রতিফলন— যা জয়ের থেকেও বড় এক অনুভূতি।