ICC Cricket World Cup 2023 Final: অগোছালো দলকে একসূত্রে বেঁধে একান্নবর্তী পরিবারের নির্মাণ, টগবগ করে ফুটছে রোহিতবাহিনী, ক্রিকেট জ্বরে কাবু বিশ্ব, অপেক্ষা ভারতীয় ক্রিকেটে কবীর খানের জন্মের?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC Cricket World Cup 2023 Final: রাত পোহালেই মহারণ, ইতিহাস তৈরির অপেক্ষায় টিম ইন্ডিয়া
advertisement
1/11

রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য নাম ৷ সর্বদা শান্ত এই মানুষটির কোচিং-এর দৌলতেই এবারের বিশ্বকাপে ভারতকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/11
দশ নম্বর ম্যাচ ফাইনাল প্রায় একশো চল্লিশ কোটি ভারতীয় মনে প্রাণে বিশ্বাস করছে রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি ৷ ফাইল ছবি ৷
advertisement
3/11
প্রায় দেড় মাস ধরেই স্বপ্ন দেখছে ভারতবাসী ৷ কাউকেই এক ইঞ্চিও ছেড়ে দিচ্ছেনা রোহিতের ভারত, ১৯৯৬-এ শ্রীলঙ্কা, ২০০৩-এ অস্ট্রেলিয়া ও ২০২৩ ভারত? ৷ ফাইল ছবি ৷
advertisement
4/11
অন্তত এমনই জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ অপরাজিত থেকে বিশ্বজয়ী হবে ভারত, অবশ্য আরও ২৪ ঘণ্টার থেকেও কম সময় হাতে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/11
রাহুল দায়িত্ব নেওয়ার পরে কাজটি মোটেই সহজ ছিলনা ৷ সবার আগে ড্রেসিং রুমের পরিবেশ মেরামত, খেলোয়াড়দের মধ্যে এক অদৃশ্য সুতো দিয়ে আন্তরিকতার বন্ধন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/11
এরপরে বিরাট, রোহিত, বুমরা, শামি, সিরাজদের ভাল কমিউকেশন তৈরি করা, গোটা দলকে দ্রাবিড় পরিণত করেছে পরিবারে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/11
এই দ্রাবিড়ের আমলেই অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা, শ্রেয়াস, শুভমানদের নিজে হাতে তৈরি করেছিলেন ৷ তার সুফল আজ পাচ্ছে গোটা ভারতীয় ক্রিকেট ৷ ফাইল ছবি ৷
advertisement
8/11
একথা সত্যিই য দ্রাবিড়ের নেতৃত্বেই ২০০৭-এর বিশ্বকাপে জঘন্য পারফরমেন্স ছিল, ভারতীয় ক্রিকেট দলের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল দলকে ৷ ফাইল ছবি ৷
advertisement
9/11
নেতা হিসাবে দ্রাবিড় যা পারেননি গুরু হিসাবে যে পারবেন তা মনে প্রাণে ভারতীয়রা বিশ্বাস করছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
10/11
তেমন ভাবে চক দে ইন্ডিয়ার কবীর খানও কাপ জেতাতে পারেন নি ক্যাপ্টেন হিসাবে, কিন্তু কোচ হিসাবে সেই সমস্ত ক্ষত স্থান ভরে দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
11/11
এবার পালা দ্রাবিড়ের? তিনিও কি পারবেন ভারতকে ১৯৮৩, ২০১১-এরপরে তৃতীয়বার বিশ্বজয়ের স্বাদ এনে দিতে? অপেক্ষার মাত্র কয়েক ঘণ্টা এখন থেকে ৷ ফাইল ছবি ৷