Shakib Al Hasan: সম্প্রচারকারী সংস্থা শাকিবকে দেখাল পাক অধিনায়ক, তোলপাড় বাংলাদেশি মিডিয়ায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup 2023: শনিবার বাংলাদেশ এবারের বিশ্বকাপে প্রথমবার খেলবে৷ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস৷
advertisement
1/5

: বাংলাদেশি মিডিয়া একেবারে রেগে আগুন৷ কারণ কি জানেন? বিশ্বকাপ শুরুর আগের দিন সম্প্রচারকারী চ্যানেল একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছিল৷ আর গণ্ডগোল সেখান থেকেই৷ সেই অনুষ্ঠানে সবকটি অংশগ্রহণকারী দলের অধিনায়কের নানা কথোপকথন দেখানো হচ্ছিল৷ সেখানে বাকি দলগুলির অধিনায়কের মতো হাজির ছিলেন শাকিব আল হাসান৷
advertisement
2/5
আইসিসি-র আয়োজিত ক্যাপ্টেনস ডে -অর্থাৎ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান ছিল৷ সেখানে শাকিব আল হাসান যখন কথা বলছিলেন তখন সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে তাঁর নামের পরিচিতিতে শাকিব আল হাসান - পাকিস্তান অধিনায়ক লেখা হয়৷ - Photo Courtesy- Collected
advertisement
3/5
এরপরেই ছিঃ ছিঃ শুরু হয়ে যায় বাংলাদেশি সংবাদমাধ্যমে৷ বিশ্বকাপের বাইশ গজের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে, অংশগ্রহণকারী দলগুলি অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হয় 'ক্যাপ্টেন্স মিট আপ'। যেখানে শাকিব আল হাসান, বাবর আজম, রোহিত শর্মারা এবারের বিশ্বকাপে নিজেদের দল নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দেন।
advertisement
4/5
কিন্তু ক্যাপ্টেন্স মিট আপ এক রঙ্গমঞ্চে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা আলোচনা চলাকালীন ঘুমিয়ে পড়েন৷ ক্যামেরাতেও সেটি ধরা পড়ে৷ পাশাপাশি শাকিবের নাম নিয়ে একটা বড় কাণ্ড হয়৷
advertisement
5/5
শনিবার বাংলাদেশ এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম খেলা খেলবেন৷ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি শাকিব আল হাসান৷ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ বাংলাদেশের৷