World Cup 2023: বিমানবন্দরে সে কী কাণ্ড সে কী কাণ্ড, বশির চাচার হাত থেকে নিয়ে নেওয়া হল পাকিস্তানি পতাকা, আসল বিষয়টি কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup 2023: পাকিস্তানের অন্যতম ফ্যান যাঁকে সারা ক্রিকেট দুনিয়া চেনে সেই মহম্মদ বশিরও হাজির ছিলেন যাকে আদর করে বশির চাচা বলে ডাকতেন, বিমানবন্দরে দলটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
advertisement
1/5

: ভারতে শেষ সফরের ৭ বছর পর ফের ভারতে এসেছে৷ পাকিস্তান ক্রিকেট দল অভূতপূর্ব নিরাপত্তার মধ্যে ২০২৩ বিশ্বকাপের জন্য হায়দরাবাদ পৌঁছেছে। বিশ্বকাপ ২০২৩ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল৷ পাকিস্তানের অন্যতম ফ্যান যাঁকে সারা ক্রিকেট দুনিয়া চেনে সেই মহম্মদ বশিরও হাজির ছিলেন যাকে আদর করে বশির চাচা বলে ডাকতেন, বিমানবন্দরে দলটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
advertisement
2/5
এদিকে এই বশির চাচাকে নিয়ে একাধিক সংবাদ ছড়িয়েছে৷ একদিন আগে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল যে বশিরকে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থার দ্বারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল৷ কিন্তু স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকার পাকিস্তান সুপার ফ্যান জানিয়েছেন তাঁর সঙ্গে এরকম অনভিপ্রেত ঘটনা ঘটেনি৷
advertisement
3/5
পাকিস্তানি সুপার ফ্যান জানিয়েছেন “আমি যখন পাকিস্তান দলকে রিসিভ করতে গিয়েছিলাম তখন আমাকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়নি। নিরাপত্তাজনিত কারণে তারা আমাকে পাকিস্তানের পতাকা না ওড়াতে বলেছিল। তাঁরা শুধু আমার পতাকা নিয়ে নিয়েছিল এবং দলটি চলে যাওয়ার পরে এটি ফিরিয়ে দিয়েছিল।’’
advertisement
4/5
তিনি জানান ‘‘আমি এখানে বিশ্বকাপের জন্য ভারতে আসতে পেরে খুব খুশি৷’’ এদিকে একদিন আগেই বশির চাচাকে বিমানবন্দরে আটকানো নিয়ে একাধিক সংবাদ সামনে এসেছিল৷
advertisement
5/5
বসির চাচা আরও জানিয়েছেন, “আমি এতদিন ধরে পাকিস্তানের ভক্ত, এবং পাকিস্তান দল যেখানেই থাকুক না কেন আমি ভ্রমণ করব। আমাকে আটকে রাখার মতো কোনো ঘটনা ঘটেনি, আসলে আতিথেয়তা সত্যিই ভাল ছিল। জিনিসগুলি যেভাবে সাজানো হয়েছে তা সত্যিই আশ্চর্যজনক, এবং আমি স্বাগত জানানোর জন্য ভারত এবং হায়দরাবাদকে ধন্যবাদ জানাতে চাই,” বশির বলেছিলেন।