Kuldeep Yadav: ‘আমি আগেই বলেছিলাম…’, ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের ভুলের পর্দাফাঁস করলেন কুলদীপ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে ভারত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নাকানিচোবানি খেয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং। কোনও মতে ২২৯ রান তোলেন বিরাট-রোহিতরা।
advertisement
1/6

বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে ভারত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নাকানিচোবানি খেয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং। কোনও মতে ২২৯ রান তোলেন বিরাট-রোহিতরা। যদিও বোলারদের দুরন্ত পারফরম্যান্স রানের অভাব বুঝতে দেয়নি। (AP Photo/Ashwini Bhatia)
advertisement
2/6
মহম্মদ শামি, বুমরাহর মারকাটারি স্পেল হোক কিংবা কুলদীপের স্পিনের ছোবল – মাথা তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে কুলদীপের কথা তো বলতেই হয়। ডানহাতি বাটলারকে যেভাবে আউট করলেন, তাতে অনেকেই বলছেন, এটাই ‘বল অফ দ্য টুর্নামেন্ট’। অফ স্টাম্পের বাইরে পড়ে প্রায় সাড়ে ৭ ডিগ্রি বাঁক নিয়ে ভিতরে ঢুকে আসে কুলদীপের ডেলিভারি। ছিটকে দেয় বাটলারের মিডল স্টাম্প। এই ম্যাচেই বড় ভুল করে বসেন রোহিত শর্মা। ম্যাচের পর সেটাই ফাঁস করে দিলেন কুলদীপ। Photo: AP
advertisement
3/6
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন কুলদীপ। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তুলে নেন ২ উইকেট। ম্যাচের পর কুলদীপ জানান, রোহিত শর্মার কাছে রিভিউ নেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। সেটা নিলে আরও একটা উইকেট তাঁর ঝুলিতে আসত। কুলদীপের একটা ডেলিভারি ইংল্যান্ড অলরাউন্ডার লিভিংস্টোনের পায়ে লাগে। Photo: AP
advertisement
4/6
এলবিডব্লিউ-এর আবেদন নাকচ করে দেন আম্পায়ার। তখনই রিভিউ নেওয়ার আবেদন করেন কুলদীপ। কিন্তু রোহিত রাজি হননি। পরে দেখা যায়, লিভিংস্টোন আউট ছিলেন। ম্যাচের পর সাক্ষাৎকারে কুলদীপ বলেন, ‘রোহিতভাইকে বলেছিলাম, রিভিউ নিতে, লিভিংস্টোন আউট ছিল। কিন্তু ক্যাপ্টেন নিল না’। Photo: AP
advertisement
5/6
মহম্মদ শামির প্রাণঘাতী বোলিং: সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছেন মহম্মদ শামি। ২ ম্যাচে তুলে নিয়েছেন ৯ উইকেট। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, প্রথম চার ম্যাচে খেললে এই বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট থাকতে তাঁর ঝুলিতেই। শামিই হতেন সর্বোচ্চ উইকেট শিকারি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেন শামি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সংগ্রহে ৪ উইকেট। Photo: AP
advertisement
6/6
ভারতের হয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ৬ ম্যাচে তাঁর ঝুলিতে গিয়েছে ১৪ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। Photo: AP