World Cup 2019: ম্যাচ শেষে হোটেলে ফিরে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ, ১ বছরের জন্য নির্বাসিত এই ক্রিকেটার
Last Updated:
advertisement
1/5

শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও শিরোনামে বিশ্বকাপ ২০১৯-এর ক্রিকেটাররা ৷ বিশ্বকাপে ইংল্যান্ডে জাতীয় দলের হয়ে খেলতে এসে ক্রিকেটারের নাম জড়াল মহিলার সঙ্গে অভব্যতার ঘটনায় ৷ মাঠের বাইরের এই কুকীর্তির জন্য এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন এই ক্রিকেটার ৷ বিশ্বকাপের খেলা শেষ হওয়ার আগেই এই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠাল ICC ৷ বিশ্বকাপের মাঝেই এরকম ঘটনায় কলঙ্কিত ক্রিকেট ৷
advertisement
2/5
মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ উঠতেই চরম পদক্ষেপ আইসিসি-এর ৷ যদিও এই ক্রিকেটারের বিরুদ্ধে আসলে কি অভিযোগ উঠছিল তা নিয়ে আইসিসি-এর কোনও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ৷ এই দলের বাকি প্লেয়াররা বিশ্বকাপের দৌড় থেকে বাদ পড়ার পর দেশে ফিরলে এই নিয়ে ফের জাতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি-এর মধ্যে আলাপ আলোচনা হয় ৷ তারপরই আফগানিস্তানের জাতীয় ক্রিকেট বোর্ড পুরো ঘটনার বিবরণ বিস্তারিতভাবে জানার পরই ওই ক্রিকেটারকে এক বছরের জন্য নির্বাসিত করে ৷
advertisement
3/5
কথা হচ্ছে আফগানিস্তানের বোলার আফতাব আলমকে নিয়ে ৷ ইংল্যান্ডে থাকাকালীন ম্যাচ শেষে হোটেলে ফিরে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এই আফগান বোলারের বিরুদ্ধে ৷ সূত্রের খবর, সাউদাম্পটনের হোটেলে বিশ্বকাপ চলাকালীন অতিথি হিসেবে আসা এক মহিলার সঙ্গে অভব্যতা করেন আফতাব ৷ অভিযোগ ওঠা মাত্র চরম সিদ্ধান্ত নিয়ে আফগান টিমের বিশ্বকাপ সফর শেষ হওয়ার আগেই রাতারাতি আফতাব আলমকে দেশে ফেরত পাঠায় আইসিসি ৷
advertisement
4/5
শুধু মহিলার সঙ্গে অভব্যতাই নয়, ইন্ডিয়া ও পাকিস্তান ম্যাচচলাকালীনও ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন আফতাব আলম ৷ পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে হোটেল সিকিউরিটি এসে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় ৷ এক নয় একাধিক অভিযোগ ৷ এমন জঘন্য আচরণের কারণে এক বছরের জন্য জাতীয় দল থেকে নির্বাসনের সাজা শোনানো হল আফতাব আলমকে ৷ এর ফলে বোর্ড থেকে পাওয়া সমস্ত সুযোগ সুবিধা সহ একবছরের জন্য বেতনও বন্ধ হয়ে গেল এই আফগান বোলারের ৷ একইসঙ্গে টিম ম্যানেজার নাবেদ সইমকেও সাসপেন্ড করেছে বোর্ড ৷ সঠিক তথ্য না দিয়ে ঘটনা গোপন করার অপরাধে সাজা পেলেন ম্যানেজার ৷ কমিটি গঠন করে দুজনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত ৷
advertisement
5/5
ক্রিকেটের মাঠেই নয়, মাঠের বাইরেও ক্রিকেটারদের উপর আচরণবিধি লাগু করেছে জাতীয় বোর্ড ৷ সম্প্রতি মাঠের বাইরের আচরণবিধি নিয়ে জাতীয় বোর্ডের রোষানলে পড়েছিলেন দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পটেল ও কে এল রাহুল ৷ করণ জোহরের চ্যাট শো-তে এসে কিছু মন্তব্যের কারণে দেশ জোড়া সমালোচনার মুখে পড়েন এই দুই খেলোয়াড় ৷ জাতীয় দল থেকে সাময়িকভাবে এই দুই ক্রিকেটারকে সাসপেন্ডও করে BCCI ৷Photo Courtesy: Koffee With Karan