India Women's World Cup Champion: ‘এভাবেও ফিরে আসা যায়’, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার দশকের অপেক্ষা শেষ করল হরমনপ্রীতের মেয়েরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

Women's World Cup Champion: ২০১৭ সালের সেই দিনটা মঞ্চ তৈরি ছিল, ১২৫ কোটি মিতালি-ঝুলনদের হাত ধরে দেশের মাটিতে প্রথম মহিলা বিশ্বকাপ ঘরে তোলার আশা করেছিলেন সেদিন হয়নি কিন্তু ৮ বছর বাদে আর ভুল করলেন না শাফালি-স্মৃতি-রিচরা৷ রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বধ করে মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন ভারত৷
advertisement
2/7
প্রতীকা রাওয়ালের চোটের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনা শাপে বর হল টিম ইন্ডিয়ার৷ সেমিফাইনালে দলে যোগ দিয়ে ফাইনালে কামাল করলেন শাফালি ভর্মা৷ ব্যাটে ৮৭ বলে ৮৭ রান করার পর বল হাতেও কামাল৷ নিলেন একাধিক উইকেট৷
advertisement
3/7
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা৷ ওপেনিং জুটিতে স্মৃতি ও শাফালি ১০৪ রান যোগ করেন৷ স্মৃতি ভাল খেললেও অল্পের জন্য অর্ধশতরান মিস করেন৷ তিনি ৪৫ রানে আউট হন৷
advertisement
4/7
সেমিফাইনালের তারকা পারফরমার জেমিমা রডরিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কউর বড় স্কোর করতে পারেননি৷ কিন্তু এক এন্ডে এঁদের নিয়ে অন্য এন্ডে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন শাফালি৷ জেমিমা ২৪, হরমনপ্রীত ২০ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ ৭৮ বলে ৮৭ রান করে আউট হন শাফালি৷ তাঁর এদিনের ইনিংসে ছিল ৭ টি চার ও ২ টি ছক্কা৷
advertisement
5/7
এরপর ৫৮ বলে দীপ্তি শর্মার ৫৮ রানের ইনিংস ছিল ভারতের বড় স্কোরের পথে একটা দায়িত্বশীল অধ্যায়৷ তিনি ধামাকা ক্রিকেট না খেললেও শুরুতে যে বড় স্কোরের স্বপ্ন ভারতীয় ওপেনাররা দেখিয়েছিলেন সেই স্বপ্নের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে৷ এরপর রিচার ঝোড়ো ৩৪ দলকে প্রায় ৩০০ পার করে দিয়েছিলেন কিন্তু আউট হয়ে৷ কিযাওয়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারতীয় মেয়েরা৷
advertisement
6/7
এদিকে রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল প্রোটিয়া ব্রিগেড৷ অধিনায়ক লরা উলভার্ট ও তাঞ্জিম৷ কিন্তু এরপর এক এন্ড দারুণ ভাবে আটকে রেখে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক শতরান করলও উল্টোদিকে শুনে লুস ২৪ ও অ্যানেরি ডেরেকসেন ৩৫ ছাড়া বাকি কেউ সেভাবে বড় কাজ করতে পারেননি৷ এদিন লরার ৯৮ বলে ১০১ রানের ইনিংস সাজানো ছিল ১১ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
advertisement
7/7
এদিকে ব্যাটের পর এদিন বল হাতেও কাঁপাকাঁপি পারফরম্যান্স শাফালি ভর্মার৷ তিনি ২ উইকেট অন্যদিকে অর্ধশতরান করা দীপ্তি শর্মার বোলিং ফাঁসে হাঁসফাঁস করতে থাকে দক্ষিণ আফ্রিকা ফলে তাঁর দখলে যায় ৫ উইকেটে৷ ফলে ধীরে ধীরে উইকেট খোয়াতে থাকে প্রোটিয়া বাহিনী৷