TRENDING:

India Women's World Cup Champion: ‘এভাবেও ফিরে আসা যায়’, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার দশকের অপেক্ষা শেষ করল হরমনপ্রীতের মেয়েরা

Last Updated:
advertisement
1/7
‘এভাবেও ফিরে আসা যায়’, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, চার দশকের অপেক্ষা শেষ করল হরমনপ্রীতরা
Women's World Cup Champion: ২০১৭ সালের সেই দিনটা মঞ্চ তৈরি ছিল, ১২৫ কোটি মিতালি-ঝুলনদের হাত ধরে দেশের মাটিতে প্রথম মহিলা বিশ্বকাপ ঘরে তোলার আশা করেছিলেন সেদিন হয়নি কিন্তু ৮ বছর বাদে আর ভুল করলেন না শাফালি-স্মৃতি-রিচরা৷ রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বধ করে মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন ভারত৷
advertisement
2/7
প্রতীকা রাওয়ালের চোটের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনা শাপে বর হল টিম ইন্ডিয়ার৷ সেমিফাইনালে দলে যোগ দিয়ে ফাইনালে কামাল করলেন শাফালি ভর্মা৷ ব্যাটে ৮৭ বলে ৮৭ রান করার পর বল হাতেও কামাল৷ নিলেন একাধিক উইকেট৷
advertisement
3/7
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা৷ ওপেনিং জুটিতে স্মৃতি ও শাফালি ১০৪ রান যোগ করেন৷ স্মৃতি ভাল খেললেও অল্পের জন্য অর্ধশতরান মিস করেন৷ তিনি ৪৫ রানে আউট হন৷
advertisement
4/7
সেমিফাইনালের তারকা পারফরমার জেমিমা রডরিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কউর বড় স্কোর করতে পারেননি৷ কিন্তু এক এন্ডে এঁদের নিয়ে অন্য এন্ডে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন শাফালি৷ জেমিমা ২৪, হরমনপ্রীত ২০ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ ৭৮ বলে ৮৭ রান করে আউট হন শাফালি৷ তাঁর এদিনের ইনিংসে ছিল ৭ টি চার ও ২ টি ছক্কা৷
advertisement
5/7
এরপর ৫৮ বলে দীপ্তি শর্মার ৫৮ রানের ইনিংস ছিল ভারতের বড় স্কোরের পথে একটা দায়িত্বশীল অধ্যায়৷ তিনি ধামাকা ক্রিকেট না খেললেও শুরুতে যে বড় স্কোরের স্বপ্ন ভারতীয় ওপেনাররা দেখিয়েছিলেন সেই স্বপ্নের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে৷ এরপর রিচার ঝোড়ো ৩৪ দলকে প্রায় ৩০০ পার করে দিয়েছিলেন কিন্তু আউট হয়ে৷ কিযাওয়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারতীয় মেয়েরা৷
advertisement
6/7
এদিকে রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল প্রোটিয়া ব্রিগেড৷ অধিনায়ক লরা উলভার্ট ও তাঞ্জিম৷ কিন্তু এরপর এক এন্ড দারুণ ভাবে আটকে রেখে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক শতরান করলও উল্টোদিকে শুনে লুস ২৪ ও অ্যানেরি ডেরেকসেন ৩৫ ছাড়া বাকি কেউ সেভাবে বড় কাজ করতে পারেননি৷ এদিন লরার ৯৮ বলে ১০১ রানের ইনিংস সাজানো ছিল ১১ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
advertisement
7/7
এদিকে ব্যাটের পর এদিন বল হাতেও কাঁপাকাঁপি পারফরম্যান্স শাফালি ভর্মার৷ তিনি ২ উইকেট অন্যদিকে অর্ধশতরান করা দীপ্তি শর্মার বোলিং ফাঁসে হাঁসফাঁস করতে থাকে দক্ষিণ আফ্রিকা ফলে তাঁর দখলে যায় ৫ উইকেটে৷ ফলে ধীরে ধীরে উইকেট খোয়াতে থাকে প্রোটিয়া বাহিনী৷
বাংলা খবর/ছবি/খেলা/
India Women's World Cup Champion: ‘এভাবেও ফিরে আসা যায়’, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার দশকের অপেক্ষা শেষ করল হরমনপ্রীতের মেয়েরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল