TRENDING:

Woman Cricketer: বাংলার রিয়ার কামাল পারফরম্যান্স, মালদহের মেয়ে সর্বাধিক উইকেট তাঁর ঝোলায়, চিনে নিন

Last Updated:
Woman Cricketer: মালদহের কালিয়াচক থানার কালিকাপুর গ্রামের মেয়ে রিয়া কান্তি (১৮)। মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে।
advertisement
1/6
বাংলার রিয়ার কামাল পারফরম্যান্স, মালদহের মেয়ে সর্বাধিক উইকেট তাঁর ঝোলায়, চিনে নিন
বাংলার মহিলা ক্রিকেট খেলায় সর্বাধিক উইকেট নিয়ে নজর কাড়ল মালদহের কালিয়াচকের মেয়ে। সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দলের হয়ে ট্রফি জিতে জেলা সহ দলের নাম উজ্জ্বল করল কালিয়াচকের রিয়া কান্তি। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
রাজ্য স্তরের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গাল দ্বারা আয়োজিত মহিলা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় কলকাতায়। সেখানে কলকাতা সহ বিভিন্ন জেলার একাধিক দল অংশগ্রহণ করে। সেই খেলায় কলকাতার সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দলের হয়ে খেলার সুযোগ হয় মালদহের রিয়া কান্তির।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
মালদহের কালিয়াচক থানার কালিকাপুর গ্রামের মেয়ে রিয়া কান্তি (১৮)। পরিবারে রয়েছে মা সুমোলা কান্তি। প্রায় ১৩ বছর আগে বাবা মারা যান। আর্থিক অনটন সত্ত্বেও মেয়ের পড়াশোনা চালিয়ে যান মা সুমোলা কান্তি। মা সুমোলা কান্তি বলেন, "মেয়ের খেলাধুলার শখ যে আজ একজন বড় খেলোয়াড় গড়ে তুলবে তাঁকে তা স্বপ্নেও ভাবতে পারেনি। মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
ট্রফি জয়ী রিয়া কান্তি জানান, "ছোটবেলা থেকেই তাঁর শখ ক্রিকেট খেলার। এই বছরই কালিয়াচক গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সে। পড়াশোনার পাশাপাশি মালদহের সুহৃদ মিত্র ক্রিকেট কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিত সে। সেখান থেকেই তাঁকে বিভিন্ন জায়গায় খেলার জন্য সুযোগ করে দেওয়া হত। তার এমন সাফল্যের পেছনে পরিবার সহ ক্রিকেট কোচের অবদান রয়েছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
রিয়ার ক্রিকেট কোচ মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, গ্রাম থেকে শহরে প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ নিত আসত রিয়া। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আয়োজিত মহিলা ক্রিকেট খেলায় সালকিয়া ফ্রেন্ডস এসোসিয়েশন দলের হয়ে সমস্ত খেলায় সর্বাধিক ১৬ টি উইকেট নেয় সে। সর্বস্তরের সর্বাধিক উইকেটের জন্য তাঁকে প্রথম পুরষ্কার দেওয়া হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
উল্লেখ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আয়োজিত মহিলা ক্রিকেট খেলায় রাজ্যের একাধিক দল অংশগ্রহণ করে। সেখানে কলকাতার সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দলের হয়ে খেলে মালদহের রিয়া কান্তি। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ জেলা ক্রিড়া মহলে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/খেলা/
Woman Cricketer: বাংলার রিয়ার কামাল পারফরম্যান্স, মালদহের মেয়ে সর্বাধিক উইকেট তাঁর ঝোলায়, চিনে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল