TRENDING:

Wimbledon 2022: কোন দেশের মেয়ে এলেনা, কোর্টে আগুন লাগানো পারফরমার, রূপের আগুনও জবরদস্ত

Last Updated:
টেনিসের নতুন রাণী, সুন্দরী এলেনার রূপ দেখলে চোখ ফেরানো দায়, রইল ফটো
advertisement
1/7
কোন দেশের মেয়ে এলেনা, কোর্টে আগুন লাগানো পারফরমার, রূপের আগুনও জবরদস্ত
এলেনা রাইবাকিনা শনিবার ইতিহাস গড়ে উইম্বলডনে -র মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন৷ রাশিয়ান হলেও তিনি বহুদিন ধরে কাজকস্তানের হয়েই খেলেন৷ এরতনি গ্রেড এ টাইটেল জিতেছেন এর আগে৷ 
advertisement
2/7
এলেনা খুবই অল্পবয়সে টেনিস খেলতে শুরু করেন৷ তাঁর প্রতিপক্ষ ছিল তাঁর বড় বোন৷ একদম ছোট বয়সে তিনি টেনিসের পাশাপাশি জিমন্যাস্টিক ও আইস স্কেটিংও করতেন৷ 
advertisement
3/7
এলেনা ১৭ জুন ১৯৯৯ সালে মস্কোতে জন্মেছেন৷ 
advertisement
4/7
এবারের উইম্বলডনে তাঁর খেলা প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল কারণ ইউক্রেন যুদ্ধ৷ আয়োজকরা এবারের প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশের প্লেয়ারদের খেলতে দেয়নি৷ প্রশ্ন ছিল এলেনা কি নিজের জাতীয়তা বদল করেছেন৷
advertisement
5/7
তাঁর উত্তর ছিল , ‘‘আমি রাশিয়াতে জন্মেছি, কিন্তু অবশ্যই আমি কাজকাস্তানের প্রতিনিধিত্ব করছি৷ আমার জন্য ইতিমধ্যেই লম্বা পথ পেরিয়েছি আমি৷ আমি অলিম্পিক্স , ফেডকাপে খেলেছি৷ আমি অনেক সমর্থণ ও সাহায্য পেয়েছি৷’’ 
advertisement
6/7
এলেনা আরও বলেছেন, ‘‘আমি জনসমর্থণ অনুভব করছি৷ কাজকস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি৷ আমার মনে হয় আমি কিছু ফলও দিতে পেরেছি৷ যা কাজকাস্তানের খেলার জন্য ভাল৷ আমার পক্ষে পুরো অনুভূতিটা বুঝিয়ে বলা শক্ত৷ ’’
advertisement
7/7
আসলে এলেনা রাশিয়ায় জন্মালেও ২০১৮ তে নিজের জাতীয়তা বদল করেন৷ কাজকাস্তান ফেডারেশন নিজেদের নিয়মেও বদল এনেছেন এবং তাঁরা কেরিয়ার তৈরিতে সাহায্য করবেন৷ 
বাংলা খবর/ছবি/খেলা/
Wimbledon 2022: কোন দেশের মেয়ে এলেনা, কোর্টে আগুন লাগানো পারফরমার, রূপের আগুনও জবরদস্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল