Wimbledon 2022: সেন্টার কোর্টের ১০০ বছর, হঠাৎ এলেন রজার ফেডেরার! দিলেন সুখবর
- Published by:Raima Chakraborty
Last Updated:
সমর্থকদের জানালেন তিনি আবারও উইম্বলডনে কোর্টে নামতে চান। (Wimbledon 2022)
advertisement
1/9

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনে একগুচ্ছ তারকা রবিবার দিনের খেলা শুরুর আগে ভিড় জমিয়েছিলেন। রাফায়েল নাদাল থেকে বিয়র্ন বর্গ, কে ছিল না সেখানে। এই অনুষ্ঠানের জন্য রজার ফেডেরারকেও আহ্বান জানানো হয়েছিল। খেলোয়াড়ের পোশাকে নয়, তিনি অবশ্য সেন্টার কোর্টে প্রবল জনসমর্থনের মাঝে এলেন স্যুট পরে। সমর্থকদের জানালেন তিনি আবারও উইম্বলডনে কোর্টে নামতে চান। (Wimbledon 2022)
advertisement
2/9
সার্বিয়ার নোভাক জকোভিচেরসঙ্গে রজার ফেডেরার।
advertisement
3/9
আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, 'আমি আশা করছি অন্তত আরেকবার যেন এখানে আসতে পারি। এই কোর্টকে আমি মিস করেছি।' গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর থেকে আর টেনিস কোর্টে দেখা যায়নি রজার ফেডেরারকে।
advertisement
4/9
ফেডেরারকে সেন্টার কোর্টে পেয়ে উন্মাদনায় ফেটে পড়লেন দর্শক ও ভক্তরা।
advertisement
5/9
মার্কিন টেনিস লেজেন্ড বিলি জিন কিং এসেছিলেন এদিনের অনুষ্ঠানে।
advertisement
6/9
ক্রিস এভার্টকে দেখেও দর্শকের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো।
advertisement
7/9
ভেনাস উইলিয়ামস, মেরিয়ন বারতোলি ও বিলি জিন কিং সেলফি মুহূর্তে।
advertisement
8/9
গায়ক ক্লিফ রিচার্ডের পারফরম্যান্স।
advertisement
9/9
অনুষ্ঠানে উপস্থিত একাধিক টেনিস তারকা।