KKR Playoffs Equation: কেকেআর আর একটি হারলেই সব শেষ! প্লে অফের আগেই বিদায় নেবে চ্যাম্পিয়নরা? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ৮ ম্যাচের মধ্যে ৩ টি জয়, ৫টি হার। আইপিএল লিগ টেবিলে কঠিন পরিস্থিতিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে অজিঙ্কে রাহানের দল।
advertisement
1/6

৮ ম্যাচের মধ্যে ৩ টি জয়, ৫টি হার। আইপিএল লিগ টেবিলে কঠিন পরিস্থিতিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে অজিঙ্কে রাহানের দল।
advertisement
2/6
এই পরিস্থিতিতে সোমবার ঘরের মাঠে বর্তনানে লিগ টেবিলে এক নম্বরে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামে কলকাতা। অনেকেই মনে করছেন গুজরাতের বিরুদ্ধে না জেতায় কেকেআরের প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ।
advertisement
3/6
সত্যিই কী শুভমান গিলদের বিরুদ্ধে হারার পর এবারের আইপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে কেকেআরের? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক? চলুন দেখে নেওয়া যাক কী সমীকরণ রয়েছে কেকেআরের।
advertisement
4/6
আইপিএলের গ্রুপ পর্বে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলে। মোটামুটিভাবে মোট ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট করতে পারলেই প্লেঅফের জায়গা পাকা হয়ে যায় সেই দলের। ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে যাওয়া যায়। তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
advertisement
5/6
কেকেআরের এখনও ৬টি ম্যাচ বাকি রয়েছে। ফলে নাইটরা যদি ৫টি ম্যাচ জেতে তাহলে ১৬ পয়েন্টে চলে যাবে। তবে কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ। কেকেআরের পরবর্তী ৩টি ম্যাচ পঞ্জাব, গুজরাত ও দিল্লির বিরুদ্ধে। এই ৩ দলই পয়েন্ট টেবিলে প্রথম চারে রয়েছে।
advertisement
6/6
শেষ চারটি ম্যাচ রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আরসিবি বাদে সকলকেই প্রথম রাউন্ডে হারিয়েছে নাইটরা। ফলে একটু হিসেব করে সঠিক পারফরম্যান্স করলেই কেকেআরের প্লেঅফে যেতে কোনও সমস্যা হবে না।