Sourav Ganguly : মেয়েরা বিশ্বকাপ জিততেই ট্রোলড সৌরভ! মেয়েদের ক্রিকেটে সৌরভের অবদান কিন্তু মনে রাখার মতো, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly On Womens Cricket : সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীন কিন্তু ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য একই পারিশ্রমিকের ব্যবস্থা হয়েছিল। এর আগে অনেক কর্তা মেয়েদেরও পুরুষ ক্রিকেটারদের মতো পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আখেরে তা বাস্তবায়িত হয়নি।
advertisement
1/6

মনে রাখার মতো এক রাত। শুধু ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য নয়, প্রতিটা দেশবাসীর জন্য রবিবারের রাতটা সারা জীবন মনে রাখার মতো। ভারতের মেয়েদের দীর্ঘদিনের লড়াই নতুন দিশা পেল। ভারতের মহিলা দল বিশ্বকাপ জিতেছে। আর তার পরই আচমকা ট্রোলড হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
এখন প্রশ্ন হল, কেন সৌরভকে আচমকা ট্রোল করা হচ্ছে! অনেকেই একটি চ্যানেলের পুরনো ভিডিও ক্লিপস তুলে ধরেছেন। সেখানে সৌরভ বলছেন, মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। তবে সেই ভিডিওটির সামান্য একটি অংশ ভাইরাল করা হচ্ছে। পুরো ভিডিওটি নয়। সৌরভ যে কথাটি বলেছিলেন, সেটি কথোপকথনের পরিপ্রেক্ষিতে। তবে ভাইরাল করা হচ্ছে সৌরভের একটি মাত্র কথার অংশ। সৌরভ সেদিন মেয়েদের নিয়ে কথা বলেছিলেন তাঁর মেয়ের ক্রিকেট খেলার প্রসঙ্গ নিয়ে। ওই ক্লিপ-এর আগে ও পরে অনেক কথাই হয়েছিল। সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে না।
advertisement
3/6
সমস্ত ট্রোলিং-এর উর্ধ্বে গিয়ে এবার জেনে নেওয়া যাক, মহিলাদের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান কী! সেই নিয়ে কিন্তু খুব কম মানুষের কাছে তথ্য় রয়েছে। অনেকেই ধরে নিয়েছেন, সৌরভ মেয়েদের ক্রিকেট নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেন। আদতে ব্যাপারটা কিন্তু তা নয়।
advertisement
4/6
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীন কিন্তু ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য একই পারিশ্রমিকের ব্যবস্থা হয়েছিল। এর আগে অনেক কর্তা মেয়েদেরও পুরুষ ক্রিকেটারদের মতো পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আখেরে তা বাস্তবায়িত হয়নি। শেষমেশ তা বাস্তবায়িত হয় সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময়ই।
advertisement
5/6
সাতটি দলকে নিয়ে মহিলাদের আইপিএল, এই উদ্যোগও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি থাকাকালীন নেওয়া। তার পর সেই উদ্যোগও বাস্তবায়িত হয়। আর সেই মেয়েদের আইপিএলও এখন বেশ জনপ্রিয়।
advertisement
6/6
শুধু বিসিসিআই সভাপতি থাকাকালীনই নয়, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকার সময়ও সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলাদের ক্রিকেট নিয়ে একের পর এক উদ্যোগ নিয়েছিলেন। মেয়েদের ক্রিকেটের প্রচার ও প্রসারে সৌরভের ভূমিকা এক কথায় অনস্বাকীর্য।