Purulia News : ভারতীয় শুটিং দলের ট্রায়ালের ছাড়পত্র ও আইএসএসএফ টাইটেল অর্জন, পুরুলিয়ার ভূমিকন্যার নতুন রেকর্ড
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Purulia : জঙ্গলমহলের বলরামপুর থেকে ভারতীয় শুটিং দলে ট্রায়ালের ছাড়পত্র, বৈষ্ণবীর স্বপ্নপূরণ।
advertisement
1/6

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বিশ্বের দরবারে পুরুলিয়ার নাম উজ্জ্বল করতে চলেছে পুরুলিয়ার ভূমিকন্যা বৈষ্ণবী জাসওয়াল। ৮০০০-এর মধ্যে পুরুলিয়া থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে আইএফএসএফ (ISSF) টাইটেল অর্জন ও ভারতীয় শুটিং দলের জন্য ট্রায়াল দেয়ার ছাড়পত্র অর্জন করেছেন তিনি।
advertisement
2/6
চলতি মাসের ১১-ই ডিসেম্বর থেকে ৪-ঠা জানুয়ারি ড: কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত ৬৮-তম ন্যাশনাল শুটিং পিস্তল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেছে বলরামপুর ব্লকের পুরোনো পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা বৈষ্ণবী জয়সওয়াল।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার বন্ধু খেলার প্রতি নেশা ছিল। পরবর্তীতে পড়াশোনার জন্য সুদূর উত্তরাখণ্ডের একটি বোর্ডিং স্কুলে চলে যান সে। সেখানেই শুরু হয় তার শুটিং-এর তালিম।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
বৈষ্ণবী জয়সওয়াল বলেন, এই সাফল্যে ভীষণই খুশি। আগামী দিনে দেশের হয়ে অলিম্পিকে সাফল্য অর্জন করাই তার লক্ষ্য রয়েছে। তার জন্য তিনি সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিচ্ছেন।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে বৈষ্ণবী জয়সওয়ালের মা সরিতা জয়সওয়াল বলেন, ভীষণ ভাল লাগছে মেয়ের এই সাফল্য। মেয়েকে নিয়ে গর্বিত বোধ করছেন তিনি। আগামী দিনে তাঁর মেয়ে দেশের হয়ে খেলুক, এমনটাই চান তিনি। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
একাধিক বার রাজ্য স্তরে পদক অর্জন করেছে সে। এবার রাজ্য স্তর পেরিয়ে ভারতীয় দলের হয়ে খেলার ট্রায়াল দেওয়ার জন্য ছাড় পত্র অর্জন করে ও নির্দিষ্ট পয়েন্ট পেয়ে ISSF টাইটেল অর্জন করেছে বৈষ্ণবী। তার এই সাফল্যে গর্বিত গোটা জেলাবাসী।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি