TRENDING:

Andre Russell KKR : কেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর? আসল কারণ জেনে রাখুন, ফর্ম, খারাপ পারফরম্যান্স কোনও ইস্যু নয়!

Last Updated:
Andre Russell : আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না কেকেআরের। তবে বাধ্য হয়েই শেষ পর্যন্ত রাসেলকে ছেড়ে দেয় নাইটরা। না হলে নিলাম টেবিলে বসে নাইট ম্যানেজমেন্ট-এর সব স্ট্র্যাটেজি ঘেঁটে যেত।
advertisement
1/6
কেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর? আসল কারণ জেনে রাখুন
আইপিএল ২০২৬ নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে সম্পূর্ণ নতুনভাবে দল সাজানোর বার্তা দিয়েছে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ করে আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে নাইটরা। যিনি কেকেআরের অন্যতম বড় ব্র্যান্ড আইকন হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মতো ম্যাচ-উইনারকে ছেড়ে দেওয়া যে সাহসী সিদ্ধান্ত, তা স্পষ্টই বোঝা যায় এই পদক্ষেপে। রাসেলের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রিলিজ করে দল পুনর্গঠনের নতুন অধ্যায় শুরু করে নাইটরা।
advertisement
2/6
রাসেলের বিদায়ে কেকেআরের এক যুগের ইতিহাসের সমাপ্তি ঘটেছে। ১৭৪.৯৭ স্ট্রাইক রেটে ২৫৯৩ রান এবং ১২৩ উইকেট—এই পরিসংখ্যানই বলে দেয় কেকেআরে তার প্রভাব কতটা গভীর ছিল। বিশেষ করে ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ৫/১৫ এখনও কেকেআর সমর্থকদের স্মৃতিতে তাজা। তবে শেষ কয়েক মরশুমে তার ফর্মের পতন দলকে নতুন দিক খুঁজতে বাধ্য করেছে।
advertisement
3/6
জানা গিয়েছে, রাসেলকে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না কেকেআরের। তবে বাধ্য হয়েই শেষ পর্যন্ত রাসেলকে ছেড়ে দেয় নাইটরা। না হলে নিলাম টেবিলে বসে নাইট ম্যানেজমেন্ট-এর সব স্ট্র্যাটেজি ঘেঁটে যেত।
advertisement
4/6
আসলে কলকাতার পকেটে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকার বদলে ৪৬ কোটি ৩০ লক্ষ টাকা থাকত। ওদিকে, চেন্নাই সুপার কিংস মাথিশা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে বলে জানতে পারে কেকেআর। ফলে ধোনির দলের পকেটে ৪০ কোটির বেশি টাকা থাকবে। যার ফলে নিলামে লড়াই কঠিন হবে।
advertisement
5/6
আইপিএল নিলামে কলকাতার পরেই দ্বিতীয় সর্বাধিক টাকা রয়েছে চেন্নাইয়ের পকেটে। রাসেলকে ছেড়ে দেওয়ায় ১৮ কোটি টাকা থেকে যায় কেকেআরের পকেটে। যদিও রাসেলকে গত মরশুমে কেকেআর ১২ কোটি টাকা দিয়েছিল। ফলে এবার আরও বাড়তি ৬ কোটি টাকা নাইটদের পকেটে থেকে গেল।
advertisement
6/6
স্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথের মতো ক্রিকেটারকে এবার টার্গেট করেছে কেকেআর। ফলে হাতে টাকা থাকা দরকার ছিল। আর তাই রাসেলকে ছাড়তে বাধ্য হয় তারা।
বাংলা খবর/ছবি/খেলা/
Andre Russell KKR : কেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর? আসল কারণ জেনে রাখুন, ফর্ম, খারাপ পারফরম্যান্স কোনও ইস্যু নয়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল